দান করতে গিয়ে নিঃস্ব অভিনেতা, অপেক্ষা শুটিংয়ের

করোনাভাইরাস রুখতে লকডাউন চলছে ভারতে। এই অবস্থায় দরিদ্র অস্থায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন একাধিক বলিউড তারকারা। তালিকায় আছেন অভিনেত প্রকাশ রাজও। নিজের ফাউন্ডেশনের মাধ্যমে ইতিমধ্যেই তিনি প্রচুর দান করেছেন বলে জানা গেছে। সেই কাজ করতে গিয়েই নাকি নিঃস্ব হওয়ার পথি তিনি!
এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন প্রকাশ। টুইট করেও নিজের কথা জানিয়েছেন তিনি। টুইটে প্রকাশের দাবি, 'ক্রমশ আমার আর্থিক সংস্থান কম আসছে। জানি না, আগামী দিনে কীভাবে সবার পাশে দাঁড়াব। আবার শুট শুরু না হলে রোজগার করতে পারব না। তবে যতক্ষণ অর্থ আছে ততক্ষণ সবার পাশে আছি। এভাবেই সবাই মিলে লড়তে লড়তে ঠিক পেরিয়ে যাব দুর্দিন।'
করোনাভাইরাসের কারণে বলিউডের তারকারা সাধারণ মানুষদের থেকে আরও দূরে। দূরে তাদের পরিজনেরাও। সেল্ফ কোয়ারান্টাইনে প্রকাশ রাজ ছেলে বেদান্তের সঙ্গে ফার্ম হাউজে রয়েছেন।
সেই ভিডিও পোস্ট করে প্রকাশ লেখেন, 'লকডাউন বেড়েছে। প্রকাশ রাজ ফাউন্ডেশন হাজার হাজার পরিবারের কাছে পৌঁছে গেছে। এখন ৩০ জন কর্মী ফার্মে আমার সঙ্গে বন্দি। তাদের যত্ন,দায়িত্ব আমার। সবাই দয়া করে সরকারকে সহযোগিতা করুন।'
সুস্থ থাকলে, পরিস্থিতি স্বাভাবিক হলে, তিনি আবার রোজগার করতে পারবেন। প্রয়োজন পড়লে লোন নেবেন কিন্তু আর্ত মানুষদের সাহায্য করা একেবারেই বন্ধ করবেন না বলে স্পষ্ট জানান প্রকাশ রাজ।
ঢাকা টাইমস/২১এপ্রিল/একে

মন্তব্য করুন