এবার ময়মনসিংহ মেডিকেলের গাইনি বিভাগের একাংশ বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ এপ্রিল ২০২০, ২১:১৮

মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের একটি অপারেশন থিয়েটার বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্তান প্রসবের জন্য আসা এক নারীর করোনাভাইরাস শনাক্ত হওয়ায় গত সোমবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

সেইসঙ্গে এই ইউনিটের প্রায় অর্ধেক চিকিৎসক, নার্স ও কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

এর আগে গত সপ্তাহে হাসপালটির মেডিসিন ওয়ার্ডে একজন এবং ডায়ালাইসিস ওয়ার্ডে দু’জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী তথ্য গোপন করে চিকিৎসা নেন। বিষয়টি জানাজানি হলে ওই দুই ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম স্থগিত করা হয় এবং চিকিৎসকদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।

হাসপাতালের গাইনি বিভাগ সূত্রে জানা গেছে, এই ওয়ার্ডে প্রতিদিন অর্ধশতাধিক নারী সেবা নিতে ভর্তি হন। সেবা নিতে আসা ওই নারীর করোনা শনাক্ত হওয়ার পর ওয়ার্ডটির চিকিৎসা কার্যক্রম সীমিত করা হয়েছে। এছাড়া এই ইউনিটের সাত জন চিকিৎসক, তিন জন শিক্ষানবিশ চিকিৎসক, ছয় জন নার্সসহ মোট ১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

হাসপাতালের উপপরিচালক সাইফুল ইসলাম জানান, ওই নারীকে এসকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গাইনি বিভাগের একজন চিকিৎসক জানান, গত বৃহস্পতিবার শেরপুর থেকে অন্তঃসত্ত্বা ওই নারী এখানে ভর্তি হন। পরের দিন অস্ত্রোপচারের মাধ্যমে তার ছেলে সন্তানের জন্ম হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার ভোরে তাকে আইসিইউতে রাখা হয়। পরের দিন তার নমুনা হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার পর জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এ খবর ছড়িয়ে পড়ার পর চিকিৎসক ও নার্সদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ একটি অপারেশন থিয়েটার বন্ধ ঘোষণা করে। তবে গাইনি বিভাগের অন্য একটি অপারেশন থিয়েটার চালু রাখা হয়েছে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/২১এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :