চুল বিক্রি করা সেই মায়ের পাশে সহমর্মিতা ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২০, ২১:৪১
অ- অ+

সন্তানের জন্য দুধ কিনতে নিজের মাথার চুল কেটে তা বিক্রি করে দেয়া সেই মায়ের পাশে দাঁড়িয়েছে সহমর্মিতা ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে ওই মাকে এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং তার দুই সন্তানের জন্য দুধ কিনে দেয়া হয়েছে।

সোমবার সাভারের ব্যাংক কলোনি এলাকার নানু মিয়ার টিনশেড বাড়ির ভাড়াটিয়া সাথী নামের ওই মা সন্তানের জন্য দুধ কিনতে এক হকারের কাছে ১৮০ টাকায় নিজের মাথার চুল বিক্রি করেন। এ ঘটনায় সংবাদ প্রচার হলে মঙ্গলবার সেখানে ছুটে যান সহমর্মিতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ হাসান।

ঢাকা টাইমসকে পারভেজ বলেন, ‘এটি একটি হৃদয় বিদারক ঘটনা। আমরা সংগঠনের পক্ষ থেকে এই মায়ের জন্য খাবার নিয়ে এসেছি। কিন্তু ঘটনার আগেই যারা এখানে দায়িত্বশীল আছেন, তাদের এই মায়ের পাশে দাঁড়ানো উচিত ছিল।‘

ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে সরকারের নানা মহলের সংশ্লিষ্টদের বিভিন্ন বক্তব্যের কথা টেনে পারভেজ বলেন, ‘যারা এসি ঘরে বসে বলেন দেশে গরিব পান না, কেউ তাদের ফোন দেয় না। যারা দায়িত্বশীল আছে তাদেরকে কি এই মায়েরা চুল বিক্রি করে ছবি তুলে পাঠিয়ে বলবে আমাদের ঘরে খাবার নাই। তাহলে কি আপনাদের লজ্জা পাবে? আর কত মা তার সন্তানের খাবার জোটাতে চুল বিক্রি করলে আপনার গরিব খুঁজে পাবেন?’

পারভেজ বলেন, ‘আমরা যখন এই মায়ের জন্য খাবার নিয়ে এখানে আসি। এখন এই বাড়ির অনেক ভাড়াটিয়া আমাদেরকে বলেছে, ওনার জন্য খাবার নিয়ে আসলেন আমাদের দেবেন না? আমাদেরও তো কাজ নাই, খাবার নাই। অথচ আমাদের দেশের দায়িত্বশীলরা নাকি গরিব খুঁজে পায় না। আমি আশা করব আপনারা আর কখনো টেলিভিশনের সামনে এসে বলবেন না যে আপনারা গরিব খুঁজে পান না। মানুষের বাসায় গিয়ে গরিব খুঁজবেন।’

এর আগে, দুই দিন ধরে সন্তান নিয়ে না খেয়ে দিন কাটানোর পর সন্তানদের জন্য দুধ কিনতে নিজের মাথার চুল বিক্রি করতে বাধ্য হন সাথী বেগম। পথে পরিচয় হওয়া এক হকারকে মাথার চুল দেখিয়ে জানতে চান- বিক্রি করলে কত টাকা পাবেন? হকার জানান- ৩০০-৪০০ টাকা দেয়া যেতে পারে। পরে মাথার চুল কেটে নেয়ার পর ওই নারীর হাতে ১৮০ টাকা ধরিয়ে চলে যান হকার। এভাবেই কথাগুলো বলছিলেন- সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার বাসিন্দা ও দুই সন্তানের মা সাথী বেগম। নতুন এসেছেন এখানে, তাই কেউ চেনে না বলে ত্রাণও দিতে চায়নি।

অভাবের কারণে গ্রামের বাড়ি ময়মনসিংহ থেকে চার মাস আগ মিরপুরে আসেন সাথী। সেখান থেকে দেড় মাস আগে সাভারের ব্যাংক কলোনির নানু মিয়ার টিনশেড বাড়িতে ভাড়া থাকছেন।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ রাজউক চেয়ারম্যানের
কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে বাস ডাকাতি, অস্ত্রসহ  আটক ৫
ভারত-পাকিস্তান পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষণ’ করছে বাংলাদেশ, সংযমের আহ্বান
নোয়াখালী কারাগারের দেয়াল টপকে হাজতির পালানোর চেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা