করোনাকালে যেভাবে গার্মেন্টস চালাচ্ছেন অনন্ত জলিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০, ১৭:১৭

মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যে দেশে প্রায় এক মাস ধরে চলছে সাধারণ ছুটি। পরিস্থিতি এখনো মারাত্মক পর্যায়ে থাকলেও অর্থনীতির চাকা কিছুটা সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে পোশাক কারখানা খোলার অনুমতি দিয়েছে সরকার। বেশির ভাগ গার্মেন্ট ইতিমধ্যে সীমিত আকারে চালু হয়েছে।

চলচ্চিত্র জগতের পরিচিত মুখ অনন্ত জলিলও একজন গার্মেন্ট ব্যবসায়ী। তিনি এজেআই গ্রুপের মালিক। তার পোশাক কারখানা খুলেছেন। তার কারখানায় কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হয় তা তিনি নিয়মিত নিজের ইউটিউব চ্যানেলে জানাচ্ছেন।

বুধবার অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, স্বাস্থ্যবিধি মেনে তিনি ফ্যাক্টরি খুলেছেন ২৬ এপ্রিল থেকে। এরপর থেকে প্রতিদিন ভিডিও করে সেটা তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেন যাতে সবাই বুঝতে পারে কীভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।

অনন্ত জলিল বলেন, ‘আমি ৩০ শতাংশ লোক দিয়ে গত ২৬ তারিখ ফ্যাক্টরি খুলি। ২৮ তারিখ পর্যন্ত আমরা তিন দিনের ভিডিও আপলোড করেছি আমার অনন্ত জলিল ইউটিউব চ্যানেলে। কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে যতদিন দেশে করোনাভাইরাস থাকবে প্রতিদিন এভাবেই আমরা ভিডিও করে প্রচার করবো। আমাদের ফ্যাক্টরির হেলথ অ্যান্ড সেফটি ইস্যুগুলো আমরা ইউটিউবে আপরোড করবো। আমরা যে শতভাগ কেয়ার নিয়ে ফ্যাক্টরি চালাচ্ছি সারা দেশের গার্মেন্ট মালিকরা যেন তা দেখতে পারেন। সাংবাদিকরা যেন দেখতে পারেন, তারা যেন প্রচার করতে পারেন।’

নায়ক অনন্ত বলেন, ‘অমরা যারা কমপ্লায়েন্স ফ্যাক্টরি তাদের প্রতিটি জায়গা ফুলের মতো সাজিয়ে রাখতে হয়। একটি মিউজিয়ামের মতো। আমরা অনেক যুদ্ধ করে ফ্যাক্টরি চালাচ্ছি । ইনশাআল্লাহ সবাই মিলে দোয়া করেন দেখি কতদিন চালাতে পারি।’

‘৮৪ শতাংশ রেমিটেন্স এই গার্মেন্ট থেকেই আসে। এটা দিয়েই বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকে। আমরা কতদিন করতে পারবো এভাবে যুদ্ধ করে আল্লাহ তায়ালাই জানেন । আমাদের ৩০ শতাংশ প্রডাকশন কমে গেছে।’

অনন্ত জলিল চলচ্চিত্র অঙ্গনে পরিচিত হওয়ার আগে থেকেই একজন পুরোদস্তুর ব্যবসায়ী। সাভারের হেমায়েতপুরে গড়ে তুলেছেন এজেআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক। কয়েক হাজার শ্রমিক কাজ করেন তার গার্মেন্টসে।

(ঢাকাটাইমস/২৯মার্চ/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :