মৃতের শরীরে করোনা শনাক্ত, বাগেরহাটে ৫০ বাড়ি লকডাউন

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২০, ১২:০৭| আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১২:১০
অ- অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে মারা যাওয়া ৪০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার গভীর রাতে জেলার মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বড় বাদুরা গ্রামের ওই মৃত ব্যক্তির সংস্পর্শে আসা অন্তত ১৫ জনকে শনাক্ত করে তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এছাড়া ওই গ্রামের ৫০টি বাড়ি লকডাউন করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বুধবার খুলনা মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়। বুধবার রাত আটটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাগেরহাটের স্বাস্থ্য বিভাগকে জানালে তারা এসব পদক্ষেপ গ্রহণ করে।

বৃহস্পতিবার সকালে মৃত ব্যক্তির সংস্পর্শে আসা প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনার ল্যাবে পাঠাচ্ছে স্বাস্থ্য বিভাগ।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি সকালে বলেন, করোনায় মারা যাওয়া ওই ব্যক্তি ঢাকার উত্তরা এলাকায় বসবাস করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। গত ২৬ এপ্রিল ঢাকার বাসায় তার মৃত্যু হয়। পরদিন মৃতের পরিবার তাকে অ্যাম্বুলেন্সে করে বাগেরহাটের মোরেলগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে আসেন।

২৮ এপ্রিল সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে খুলনার ল্যাবে পরীক্ষায় পাঠানো হয়। ২৯ এপ্রিল রাতে পরীক্ষায় তার করোনা পজেটিভ শনাক্ত হয়। বুধবার রাত একটার দিকে স্বাস্থ্য বিভাগ উপজেলা প্রশাসনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বড় বাদুরা গ্রামের ১৫ জনকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে এবং ওই গ্রামের ৫০টি বাড়ি অবরুদ্ধ করে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে।

এছাড়া মৃত ব্যক্তির সংস্পর্শে আসা তার স্ত্রী, অ্যাম্বুলেন্স চালক, তার সৎকারে অংশ নেয়া ব্যক্তিদের শনাক্ত করে তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে।

ঢাকাটাইমস/৩০এপ্রিল/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
‘জ্বলবে আগুন শহরজুড়ে, হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা