‘ক্রিকেটে পুরো সময় না দিলে খেলা হারিয়ে যায়’

কপিল দেব ও ইমরান খানের মানের ধারে–কাছে নেই হার্দিক পান্ডিয়া। এমনই মনে করছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুর রাজ্জাক। চোটের জন্য দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থেকেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক। ২৬ বছর বয়সী ঠিকঠাক খাটাখাটনি করছেন না বলে মনে হচ্ছে রাজ্জাকের।
তিনি বলেছেন, ‘পান্ডিয়া ভাল ক্রিকেটার। তবে ও আরও অনেক ভাল অলরাউন্ডার হয়ে উঠতে পারে। যা নির্ভর করে কঠোর পরিশ্রমের উপরে। ক্রিকেটে পুরো সময় না দিলে খেলা কিন্তু হারিয়ে যায়।’
হার্দিককে পরামর্শ দিয়েছেন রাজ্জাক, ‘শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও আরও ভাল প্রস্তুতি নিতে হবে। দেখাই যাচ্ছে যে ও এখন খালি চোট পাচ্ছে। যখন উপার্জন বেশি হয়, তখন রিল্যাক্স হওয়ার প্রবণতা আসে। প্রত্যেক ক্রিকেটারের ক্ষেত্রেই এটা ঘটে। মোহাম্মদ আমির যেমন যতটা দরকার, ততটা পরিশ্রম করেনি। আর তার ফলে পারফরম্যান্স খারাপ হতে থাকে।’
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল হার্দিকের। তাঁর সঙ্গে কপিলের তুলনা হচ্ছিল সেই সময়। কিন্তু এই তুলনা পছন্দ নয় রাজ্জাকের। তিনি বলেছেন, ‘কপিল দেব ও ইমরান খান হলেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। হার্দিক এঁদের ধারেকাছেই নেই। আমিও তো অলরাউন্ডার। কিন্তু তার মানে এটা নয় যে ইমরান ভাইয়ের সঙ্গে নিজের তুলনা করব। কপিল দেব ও ইমরান ভাইয়ের জাতটাই ছিল আলাদা।’
(ঢাকাটাইমস/১ মে/এসইউএল)

মন্তব্য করুন