প্রিয় কুকুরের মৃত্যুতে আবেগঘন পোস্ট বিরাটের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২০, ১৬:৫৩
অ- অ+

লকডাউনের মধ্যে কোহলিকে ছেড়ে চলে গেল তাঁর পোষা কুকুর ‘ব্রুনো’। ১১ বছরের বন্ধুকে হারিয়ে শোকবিহ্বল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় ব্রুনোকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন বিরাট।

কোহলিকে যাঁরা কাছ থেকে দেখেছেন তাঁরা বলেন, খেলার মাঠে দেখে আগ্রাসী মনে হলেও বিরাট আসলে নরম মনের মানুষ। আর কুকুর যে তাঁর অত্যন্ত প্রিয় তা বলার অপেক্ষা রাখে না। কদিন আগেই চার্লি অ্যানিম্যাল রেসকিউ সেন্টার নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার থেকে ১৫টি পথকুকুরকে দত্তক নিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

তবে, ‘ব্রুনো’র প্রতি বিরাটের বিশেষ দুর্বলতা ছিল। আন্তর্জাতিক ক্যারিয়ারে তাঁর খ্যাতির শীর্ষে ওঠার প্রতিটা মুহূর্তের সাক্ষী এই কুকুর। তাঁর মৃত্যুতে শোকবিহ্বল কোহলি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‌প্রিয় ব্রুনো, তোমার আত্মার শান্তি কামনা করি। ১১ বছর ধরে তুমি আমাদের ভালবাসা দিয়েছ। তবে তোমার সঙ্গে আমাদের সম্পর্ক সারাজীবনের। আশা করি তুমি ভাল জায়গাতেই গিয়েছ। ঈশ্বর যেন তোমার আত্মাকে শান্তি দেন।’‌

কোহলির স্ত্রী তথা বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাও ‘ব্রুনো’র মৃত্যুতে শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন। বিরাটের মত আনুশকাও পশুপ্রেমী। মাঝেমাঝেই ব্রুনোর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা যেত এই সেলেব্রিটি দম্পতিকে। তাছাড়া আনুশকা নিজেও একটি কুকুর পোষেন। তার সঙ্গেও মাঝেমাঝে ছবি পোস্ট করতে দেখা যায় বিরাট পত্নীকে।

(ঢাকাটাইমস/৬ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা