টি-টোয়েন্টির সর্বকালের সেরা একাদশে সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২০, ০৮:৪২| আপডেট : ০৭ মে ২০২০, ০৮:৫৩
অ- অ+

২০০৫ সালের ১৭ অক্টোবর প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১৫ বছরে ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটটি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।

গত ১৫ বছরে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে যারা অংশ নিয়েছেন তাদের মধ্য থেকে বাছাই করেই সর্বকালের সেরা একাদশ সাজিয়েছে ফিলিপাইনের ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম স্পোর্টস থ্রি সিক্সটি। পারফরম্যান্সের সাথে জনপ্রিয়তার ভিত্তিতে সাজানো সেই সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

ফিলিপাইনের এ সংবাদ মাধ্যমটির টি-টোয়েন্টির সর্বকালের সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে। এদিকে সুরেশ রায়না, মারলন স্যামুয়েলস, শেন ওয়াটসন ও ডুয়েন ব্রাভোদের পেছনে ফেলে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে আছেন সাকিব আল হাসান।

সর্বকালের সেরা একাদশের বাকিরা হলেন- অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা, জেপি ডুমিনি, ব্রেন্ডন ম্যাককালাম, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল ও লাসিথ মালিঙ্গা।

(ঢাকাটাইমস/০৭ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন ‘স্মার্টকার্ড’ দেওয়া হবে: খাদ্য উপদেষ্টা 
খালেদা জিয়ার লন্ডন ফেরত, সিলেটে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি
ঢাকা টাইমসে সংবাদ প্রকাশ: সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার 
‘নির্বাচন দিয়ে জনগণের মনের আশা পূরণ করুন’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা