মিথিলার সঙ্গে মেয়ে আয়রার প্রথম

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০৭ মে ২০২০, ১৪:৫৪
অ- অ+

অভিনয়ের পাশাপাশি একজন সমাজকর্মী হিসেবে কাজ করেন রাফিয়াত রশিদ মিথিলা। তবে সবাই তাকে অভিনেত্রী হিসেবেই বেশি চেনেন। বর্তমানে একমাত্র মেয়ে আয়রাকে নিয়ে ঢাকায় ঘরবন্দি হয়ে আছেন মিথিলা। তাই বলে তার অভিনয় থেমে নেই। ঘরেই বানিয়ে ফেলেছেন একটি শর্টফিল্ম। নাম ‘দ্য ফরগটেন ওয়ান’।

এই শর্টফিল্মের চমকপ্রদ বিষয় হচ্ছে, এতে মিথিলার সঙ্গে তার ছোট্ট মেয়ে আয়রাও অভিনয় করেছে। এই প্রথম মায়ের সঙ্গে অভিনয় করল সে। শর্টফিল্মটি মিথিলা নিজেই বানিয়েছেন। শুটিংও সেরেছেন ঘরে। এটির গল্প লিখেছেন মিথিলার ছোটবোন মিম রশিদের স্বামী অভিনেতা ইরেশ জাকের। শর্টফিল্মটি মিথিলার ইউটিউবে চ্যানেলে প্রকাশ হয়েছে।

এদিকে, লকডাউনের কারণে নয়া স্বামী সৃজিত মুখার্জীর কাছে যেতে পারছেন না বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী মিথিলা। কলকাতার নামী পরিচালক সৃজিতও রয়েছেন তার দেশে বন্দি। তাই দুজনের যোগাযোগ আর মুখ দেখাদেখির জন্য ভিডিও কলই ভরসা। সেই পদ্ধতিতেই স্ত্রী মিথিলা ও মেয়ে আয়রার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন সৃজিত।

কলকাতার এই পরিচালক মিথিলার দ্বিতীয় স্বামী। অভিনেত্রীর সাবেক স্বামী বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান রহমান খান। ২০০৬ সালে তাদের বিয়ে হয়েছিল। ২০১৭ সালে হয় ডিভোর্স। তাহসান-মিথিলার সংসারে জন্ম হয়েছিল মেয়ে আয়রার। তাহসানের সঙ্গে ডিভোর্সের প্রায় দুই বছর পর গত বছরের ৬ ডিসেম্বর সৃজিতকে বিয়ে করেন মিথিলা।

ঢাকাটাইমস/০৭মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা