এডিস নিধনে ঈশ্বরদী পৌর মেয়রের আগাম উদ্যোগ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২০, ২২:১৪
অ- অ+

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলার পাশাপাশি আগাম সতর্কতা হিসেবে ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ নিয়েছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের জন্য যেমন পৌর এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে ব্লিচিংমিশ্রিত পানি ছিটানো ও কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছেন, তেমনি এডিস মশার লার্ভা ধ্বংসের কার্যক্রম হিসেবে বিদেশ থেকে আমদানি সরকারি ওষুধ ধোয়া ছিটানো আধুনিক মানের মেশিনের দ্বারা প্রতিটি ওয়ার্ডের অলি গলির ড্রেনে ধারাবাহিকভাবে ৭ মে সকালে উদ্বোধন করেন ঈশ্বরদী পৌরসভার মেয়র।

আর তা সঠিকভাবে বাস্তবায়নের জন্য পৌরসভার স্যানিটারি পরিদর্শক আবুল কাওছার সুজাকে সুচারুভাবে সম্পন্ন করার নিদেৃশ দেন তিনি।

পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু জানান, ঈশ্বরদী পৌর এলাকায় এডিস ও কিউলেক্স মশা নিয়ন্ত্রণ ও জনসাধারণকে সচেতন করে তোলার জন্য পৌরসভার পক্ষ হতে আগাম ব্যবস্থা গ্রহণ করেছি। গত বছর জুন হতে ডিসেম্বর পর্যন্ত এডিশ মশার কামড়ে ডেঙ্গু সংক্রামক আকারে ছড়িয়ে পড়েছিল। এ বছরও ডেঙ্গুর প্রাদুর্ভাব হতে পারে বলে আশংকা করছি। করোনাভাইরাসের কারণে এমনিতেই দেশ ও জাতি বিপর্যস্ত- আবার ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এ কারণেই এডিস মশার লার্ভা ধ্বংসের জন্য আগাম ব্যবস্থা গ্রহণ করেছি।

(ঢাকাটাইমস/৭মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ – গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন,সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা