খাতা-পেন্সিলে ইরফানকে আঁকলেন নুসরাত

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৮ মে ২০২০, ১০:১৯| আপডেট : ০৮ মে ২০২০, ১০:২১
অ- অ+

লকডাউনে সময় পেলেই কখনও ছুটছেন রান্নাঘরে, কখনও আবার রং তুলি নিয়ে বসে পড়ছেন পশ্চিমবাংলার অভিনেত্রী ও বসিরহাটের সংসদ সদস্য নুসরাত জাহান। ইতোমধ্যে তিনি রাঙিয়ে তুলেছেন একটি ক্যানভাস। এবার নায়িকা বসলেন খাতা পেন্সিল নিয়ে। বলিউড অভিনেতা ইরফান খানের সুন্দর অবয়ব ফুটিয়ে তুললেন সাদা কাগজে।

মাত্র এক সপ্তাহ পেরিয়েছে ইরফান খান মারা গেছেন। গত সপ্তাহের বুধবার মুম্বাইয়ের কোকিলাবেনে ধিরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার উপস্থিতি সবার মনে। ইরফানের মৃত্যুতে শোকপ্রকাশ করে বুধবারই ট্যুইট করেছিলেন নুসরাত। সেই সঙ্গে লিখেছিলেন, ‘জীবন কত অনিশ্চিত’।

এদিকে লকডাউনের কারণে ‍নুসরাত অন্যদের মতো বাড়িতেই থাকছেন। তবে কাজের খাতিরে তাকে মাঝে মাঝে বাইরে নামতেই হচ্ছে। কারণ তিনি যে সংসদ সদস্য। এই তো কয়েকদিন আগেই নায়িকা তার সংসদীয় এলাকা বসিরহাটের একটি বৃদ্ধাশ্রম ও প্রতিবন্ধীদের মাঝে নিত্যপণ্য বিতরণ করেন। পাশাপাশি সাধারণ জনগণের জন্যও ত্রাণের ব্যবস্থা করবেন বলে জানান।

তবে নুসরাত বাদে পরিবারের অন্যরা বাড়িতে স্বেচ্ছা হোম কোয়ারেন্টাইনে থাকছেন। কারণ অভিনেত্রীর বাবা শাহ জাহানের কিছু দিন আগেই করোনা পজিটিভ এসেছিল। তবে চিকিৎসা করানোর পর এখন তিনি সুস্থ, বাড়িতেও ফিরেছেন। তাই ঝুঁকি এড়াতে সবাই বাড়িতেই থাকছেন।

বৃদ্ধাশ্রম ও প্রতিবন্ধীদের খাদ্যপণ্য দেয়ার দিনে নুসরাত বলেছিলেন, তিনিও ১৪ দিন কোয়ারেন্টাইনে ছিলেন।

ঢাকাটাইমস/০৮মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ৩
বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্দশার হালচাল
বিয়ের ৮ দিনের মাথায় স্ত্রীর হাতে স্বামী খুন
গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন: মঈন খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা