নৃত্যশিল্পীদের নিয়ে ভিডিও করোনায় ‘যদি বেঁচে যাই’

করোনা ভাইরাসের সংক্রমণরোধে পুরো বিশ্বের মানুষ ঘরবন্দি জীবন যাপন করছেন। মানুষের স্বাভাবিক কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। ঘরেবন্দি অলস এবং একঘেয়েমী সময় জীবনকে অসহনীয় বিরক্তির মধ্যে ফেলে দিয়েছে। কবে ঠিক হবে সবকিছু প্রশ্নটি এই মুহূর্তে সবার মনের মধ্যে ব্যাপকভাবে ঘুরপাক খাচ্ছে। কেউ কেউ চিৎকার করে বলতে চাইছে পৃথিবী তুমি ফিরে এসো বিশুদ্ধ বাতাসে। কিন্তু আপাতত নিজেকে নিরাপদে রেখে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এরকম অবস্থায় করোনা পরবর্তী জীবনযাপন কেমন হবে, কে কি করবে এরকম পরিকল্পনার ছকও করে বসেছেন অনেকে। দেশীয় শোবিজ জগতের তারকারাও বাদ যাননি তাদের করোনা পরবর্তী পরিকল্পনা তাদের ভক্তদের মাঝে শেয়ার করতে।
এর মাঝে মডেল ও নৃত্যশিল্পী ইউসুফ রাতুল এর পরিকল্পনায় এবং নৃত্যশিল্পী এমকে বাদশা’র সার্বিক ব্যবস্থাপনা ও তত্বাবধানে দুই প্রজন্মের নৃত্যশিল্পীদের নিয়ে ‘যদি বেঁচে যাই’ শীর্ষক একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিওটি নির্মাণে সার্বিক সহযোগিতায় ছিলেন নৃত্যশিল্পী ফিরোজা লাবনী এবং নৃত্যশিল্পী মাহফুজ কাদরী। ভিডিওটিতে করোনা পরবর্তী পরিকল্পনা জানিয়েছেন, নৃত্যব্যক্তিত্ব দীপা খন্দকার, নৃত্যশিল্পী ডলি ইকবাল, নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ, জাতীয় চলচিত্র পুরষ্কার প্রাপ্ত নৃত্য পরিচালক ও নৃত্য শিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা চাঁদনী, লাক্স তারকা ও নৃত্যশিল্পী সুপ্রিয়া প্রতিভা, মডেল ও নৃত্যশিল্পী ইউসুফ রাতুল, নৃত্যশিল্পী এমকে বাদশা, নৃত্যশিল্পী ফিরোজা লাবনী এবং নৃত্যশিল্পী মাহফুজ কাদরী।
ভিডিওতে নৃত্যশিল্পীদের কেউ তাদের অনুভূতির কথা জানাতে গিয়ে বলেছেন, এ যাত্রায় বেঁচে গেলে, তারা মানুষের কল্যাণে কাজ করবেন। বিপদগ্রস্ত ব্যক্তির পাশে থাকার চেষ্টা করবেন। আবার কেউ বলেছেন, নিজেকে শোধরানোর কথা। দেশ এবং মানুষকে ভাবার কথা এবং পরিবেশ রক্ষায় কাজ করার।
(ঢাকাটাইমস/৮মে/এজেড)

মন্তব্য করুন