গৃহবন্দি সোনমকে ঘর মোছার পরামর্শ

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৫ মে ২০২০, ১৪:২১
অ- অ+

‘আর কতদিন লকডাউন চলবে! লকডাউনের মধ্যে বাড়িতে বসে কী করব, বুঝতে পারছি না।’ সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করে এমনই মন্তব্য করেন বলিউডের আইকনিস্ট অভিনেত্রী সোনম কাপুর। নায়িকার সেই মন্তব্য ঘিরে জোর সমালোচনা শুরু হয়েছে। অনেক নেটিজেন তাকে কটাক্ষ করে নানা পরামর্শও দিয়েছেন।

কেউ বলতে শুরু করেন, ‘কাজ না থাকলে অভিনয়টা বন্ধ করে দিন। কেউ পরামর্শ দেন, ‘কিছু করার না থাকলে ঘর মুছুন। কেউ আবার মন্তব্য করেন, ‘আপনার কাছে তো অনেক টাকা রয়েছে, গরীবদের সেখান থেকে সাহায্য করুন। যদিও সমালোচনার মুখে পড়েও পাল্টা কোনো মন্তব্য করেননি সোনম।

ভারতে লকডাউন ঘোষণার আগে লন্ডন থেকে ফেরেন সোনম কাপুর। বর্তমানে তিনি স্বামী আনন্দ আহুজার সঙ্গে দিল্লির বাড়িতে রয়েছেন। সেখান থেকেই সম্প্রতি একের পর এক ছবি শেয়ার করেন সোনম ও আনন্দ। সেই ছবিগুলো দেখে নেটিজেনরা মজা পেলেও নায়িকার ওই মন্তব্য তাদের খুশি করতে পারেনি।

ঢাকাটাইমস/১৫মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার, ক্ষমা চাইলেন অভিনেতা শামীম হাসান সরকার
কমিউনিটি ব্যাংক-অ্যাভিনিউ হোটেল অ্যান্ড স্যুইটস ও পিটাস্টপের সঙ্গে চুক্তি 
ঈদযাত্রা: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্যবসায়ীর কাছে যুবদল নেতার চাঁদা দাবি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা