করোনায় বিপন্ন হিজড়াদের পাশে নিপুন

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৩ মে ২০২০, ১৬:২৫
অ- অ+

করোনা প্রাদুর্ভাবে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের পাশাপাশি বিপাকে পড়েছে সমাজের তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজড়া সম্প্রদায়ের অবহেলিত মানুষগুলো। করোনায় থমকে যাওয়া বাংলাদেশে রুটি রুজি বন্ধ তাদেরও। তবে আলাদাভাবে তাদের সাহায্যের ব্যাপারটা ভাবনায় এসেছে কমই। এই কমদের দলে আছেন চিত্রনায়িকা নিপুণ। তার ভাবনায় আছে সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়ও।

শুক্রবার নিজ ব্যবসায় প্রতিষ্ঠান টিউলিপ নেইলস এন্ড স্পা লিমিটেডের কর্মকর্তারা তাদের ঈদ বোনাসের কিছু অংশ একত্র করে ৬০ জন হিজড়ার হাতে খাবার ও পোশাক তুলে দিয়েছেন। সেখানে ‘নেইলস এন্ড স্পা লিমিটেড’-এর পরিচালক চিত্রনায়িকা নিপুণ নগদ অর্থ সহায়তা করেছেন।

নিপুন নিজের ফেসবুকে লিখেছেন, ‘দেশে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় খেটে খাওয়া মানুষের পাশাপাশি বিপাকে পড়েছেন তৃতীয় লিঙ্গের মানুষেরাও। বিগত পাঁচ বছর ধরেই তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়মিত সহযোগিতা করে আসছে আমার প্রতিষ্ঠান টিউলিপ নেইলস এন্ড স্পা লিমিটেড। ঈদ-পূজা, পহেলা বৈশাখসহ বিভিন্ন উৎসবে এবং প্রায় সময়ই নিয়মিত তাদেরকে সহযোগিতা করে আসছি। করোনার এই মহামারীর সময় তাদেরকে একাধিকবার সহযোগিতা করা হয়েছে।'

তিনি লেখেন, ‘আজকেও তাদেরকে কিছু বাজার নগদ অর্থ ও আমার কিছু কাপড়, যা প্রায় নতুন যা আমার সাইজে না হওয়ার কারণে একটি বারও পরা হয়নি এবং কিছু কাপড় আমি দুই একবার ব্যবহার করেছি। এসব তাদেরকে দিয়েছি। আমি এর আগেও একবার বলেছিলাম আমাদের এরকম অল্প পুরাতন জামা কাপড় যা একেবারে নতুনের মতোই, এসব কাপড় বাসায় আলমারীতে তুলে না রেখে যাদের প্রয়োজন তাদেরকে আমরা ঈদের উপহার হিসেবে পাঠিয়ে দিতে পারি। আর একটি কথা বলতে চাই ,তারা তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আল্লাহতালার ইচ্ছাতেই।’

নিপুনের কথা, ‘আমরা শিক্ষিত সমাজ যদি তাদেরকে স্বীকৃতি না দেই, তাদের পাশে যদি না দাঁড়াই, তাহলে তারা কার কাছে যাবে? আসুন আমরা আমাদের সামর্থ্যমতো তাদেরকেও সহযোগিতা করি।’

ঢাকাটাইমস/২৩মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা 
পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসি নাই: নাহিদ ইসলাম  
৩০ বল ধরে বাউন্ডারি নেই,পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন পারভেজ
পঞ্চগড় সীমান্তে আবারও ১৫ জনকে পুশইন করলো বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা