মোবাইল ব্যাংকিংয়ে চলচ্চিত্র কর্মীদের উপহার দিলেন নিপুণ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২০, ১৫:১৮
অ- অ+

মহামারি করোনাভাইরাসে কবলে পড়ে সিনেমা পাড়ার সবাই কর্মহীন অবস্থায় আছে। অনেকে পড়েছেন অর্থকষ্টে। এইসব মানুষ যারা অভিনয়শিল্পী নিপুণ আক্তারের সঙ্গে অভিনয় করেছেন তাদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক সহযোগিতা করেছেন।

এনিয়ে নিপুণ বলেন, ‘আমি কথা দিয়েছিলাম আমার সঙ্গে যারা আমার সকল সিনেমাতে কাজ করেছিল, সহশিল্পী , নৃত্য পরিচালক,নাচের টিম, ফাইটার,বাবা,মা,বোন,ভাই, ডাক্তার,পুলিশ,ভিলেন,কমেডিয়ান,

নার্স থেকে শুরু করে সকল ক্যারেক্টার আর্টিস্ট, এক কথায় সিনেমার পুরো টিমের সকলকে আমার পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেবো।’

অভিনেত্রী বলেন, ‘আলহামদুলিল্লাহ আমি নিজে সবার সঙ্গে যোগাযোগ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা ঈদের উপহার হিসেবে পাঠিয়ে দিয়েছি। উপহার পেয়ে তারা যে পরিমাণ খুশি হয়েছে এই দেড় লক্ষ টাকা দিয়ে তা পরিমাপ করা যায় না।’

তিনি আরো বলেন, ‘সত্যি কথা বলতে , শিল্পীরা কখনো দুঃস্থ হয়না। তারা সবাই পরিস্থিতির শিকার, এখন থেকে আমি আমার চলচ্চিত্রের মানুষদের নায্য অধিকার আদায় করার জন্য কাজ করব যেন ভবিষ্যতে তাদের কাউকেই পরিস্থিতির শিকার হতে না হয়।’

ঢাকাটাইমস/২৪মে/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ একজন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা