কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ বেড়েছে, কমেছে পাসের হার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২০, ১৩:৫৭| আপডেট : ৩১ মে ২০২০, ১৪:৩৩
অ- অ+

কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার এবারের ফলাফলে পাসের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫ এর পরিমাণ। তিনটি বিভাগে গড় পাসের হার গড়ে ৮৫ দশমিক ২২ শতাংশ। গতবছর বোর্ডে পাশের হার ছিল ৮৭ দশমিক ১৬ শতাংশ।

এ বছর এক লাখ ৫৯ হাজার সাতজন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ ৩৫ হাজার ৫৬০ জন। তিনটি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ বেড়েছে এক হাজার ৪৮১ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান রবিবার সকালে ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৭৬ শতাংশ। এ বিভাগে ৪৪ হাজার ৭১২ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৩ হাজার ২৬৪ জন। মানবিক বিভাগে পাসের হার ৭৬ দশমিক ৩৩ শতাংশ। এ বিভাগে ৫৫ হাজার ৪২৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৪২ হাজার ৩০৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৮৩ শতাংশ। এ বিভাগে ৫৮ হাজার ৯৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৯ হাজার ৯৯২ জন।

অন্যদিকে বোর্ডের এবারের ফলাফলে পাসের হারে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ এ এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের পাসের হার ৮৬ দশমিক ৩১ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর মোট এক হাজার ৭৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। জেলাভিত্তিক ফলাফলের শীর্ষে ফেনী ৮৮ দশমিক ১৫ শতাংশ, সবার শেষে নোয়াখালী ৮১ দশমিক ৫৯ শতাংশ।

(ঢাকাটাইমস/৩১মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেপ্তার
স্বাস্থ্যখাত এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে: ডা. রফিকুল ইসলাম
চরমোনাই পীরকে নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে হুমকি!
৮৫ দিন পর সীমান্তে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা