নিরাপত্তা চেয়ে আলফাডাঙ্গায় সংবাদ সম্মেলন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২০, ২৩:৫৭
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেস ক্লাবে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আহম্মদ হোসেন মোল্ল্যা নামে এক ব্যক্তি। তিনি উপজেলার শিয়ালদী গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।

রবিবার সকালে প্রেস ক্লাবে আহম্মদ হোসেন মোল্ল্যা অভিযোগ করে বলেন, একই গ্রামের বাসিন্দা মৃত আ. রহমান খানের ছেলে আবদুর রশিদ খানসহ ৮/১০ জন পূর্ব শত্রুতার জের ধরে আমার ও আমার পরিবারের ক্ষতি করে আসছেন। সর্বশেষ ২১ মে আমার বাড়িতে রাতে চুরি হওয়াকে কেন্দ্র করে রশিদ গং আমার উপর ক্ষিপ্ত হয়। এ ঘটনায় আমি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।

তিনি বলেন, আমি এবং আমার পরিবাবের সদস্যরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে অভিযুক্ত রশিদ খান বলেন, তাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। গ্রামের লোকজন মিলে মসজিদ ও মাদ্রাসার কমিটি করেছে। এ কমিটি তাদের পছন্দ না হওয়ায় আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার করছেন। আর তার বাড়ির চুরির বিষয় আমরা কিছু জানিনা।

(ঢাকাটাইমস/৩১মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
মুন্সীগঞ্জে ডিআইজির কল্যাণ সভা ও শহীদ পরিবারকে সম্মাননা
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিলেন আদিল চৌধুরী
তারেক রহমানের সংস্কারের বার্তা নিয়ে জনগণের দুয়ারে কাজী আলাউদ্দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা