এসএসসিতে ফেল করায় কিশোরের আত্মহত্যা

জয়পুরহাটে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আবু সাঈদ রাজ (১৫) নামে এক ছাত্র আত্মহত্যা করেছে। রবিবার রাতে জয়পুরহাট সদর উপজেলার দস্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান।
নিহত আবু সাঈদ উপজেলার দস্তপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে। সে শ্যামপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
নিহতের পরিবারের বরাত দিয়ে (ওসি) শাহরিয়ার খান জানান, রবিবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। তাতে উত্তীর্ণ হতে না পেরে আবু সাইদ হতাশাগ্রস্ত হয়ে সবার অগোচরে গ্যাসবড়ি খায়। পরিবারের লোকজন ব্যাপারটি বুঝতে পেরে তাকে দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।’
ওসি আরও জানান, ‘আবু সাইদ গণিত বিষয়ে ফেল করেছে। তবে তার মৃত্যুর ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে লাশ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। অন্যথায় লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।’
ঢাকাটাইমস/০১জুন/এএইচ

মন্তব্য করুন