কম পারিশ্রমিকে কাজ করবেন শাকিব

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২০, ১৩:৩২
অ- অ+

মহামারি করোনায় সবকিছুর পরিবর্তন হচ্ছে। নতুন করে চিন্তা ভাবনা করে ছক করতে হচ্ছে। অন্য সব সেক্টরের মতো চলচ্চিত্র অঙ্গন নিয়েও চিন্তা ভাবনা করতে হচ্ছে সংশ্লিষ্টদের। সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া শাকিব খানও পরিবর্তন করেছেন পারিশ্রমিকের পরিমাণ।

করোনায় চলচ্চিত্রকে বাঁচাতে নতুন সিদ্ধান্ত নিয়েছেন শাকিব খান। তিনি জানিয়েছেন, এখন থেকে ছবিপ্রতি পারিশ্রমিক তিন ভাগের এক ভাগ নেবেন। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অন্য সবাইকেও আহ্বান করছেন সেই সিদ্ধান্তে সাড়া দিতে।

শাকিব জানান চলতি মাসের শেষ দিকে শুটিংয়ে ফিরতে পারেন তিনি। নতুন ছবি দিয়েই হবে তাঁর ফেরা। এদিকে করোনার পর অনেক প্রেক্ষাগৃহ খুলবে কি না, তা নিয়ে আছে অনিশ্চয়তা।

শাকিব খান বলেন, '৫০টি প্রেক্ষাগৃহ নিয়েই এগোব। সবাই আমার পাশে থাকুন। চলচ্চিত্র–অন্তঃপ্রাণ মানুষেরা থাকলেই চলবে। ভালো গল্প, ভালো পরিচালক, ভালো টেকনিশিয়ান আর একজন চলচ্চিত্রপ্রেমী প্রযোজক—আর কিছুরই দরকার নেই। দরকার হয় আগের মতো দিনরাত পরিশ্রম করে শুটিং করব।'

শাকিব আরো জানান, করোনার এই সময়টায় নতুন কিছু ছবির গল্প নির্বাচন করেছেন। কালজয়ী কিছু সিনেমা রিমেক করার সিদ্ধান্তও নিয়েছেন। বানাতে পারেন বায়োপিকও।

চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকদের মতে, শাকিব খান ছবিপ্রতি সম্মানী নেন ৬০ লাখ, কেউবা বলেন ৫০ লাখ, আবার কারও মতে ৭০ লাখ। প্রযোজক-পরিচালকদের দীর্ঘদিনের আক্ষেপ, শাকিব যদি ছবিপ্রতি তাঁর সম্মানী কমিয়ে দিতেন, অনেক বেশি ছবি তৈরি হতো। দেশের চলচ্চিত্রের চিত্রটা অন্য রকম হতো।

দেশের চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় এই নায়ক ভেবেছেন, আপাতত আগের সম্মানী নয়। চলচ্চিত্রকে বাঁচাতে নিজের সম্মানী কমানোর এই সিদ্ধান্ত চূড়ান্ত। শুধু তা–ই নয়, চলচ্চিত্রের অন্য সবারও সম্মানী তিন ভাগের এক ভাগ করতে হবে বলে শাকিবের আহ্বান।

ঢাকাটাইমস/৭জুন/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি দপ্তরে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ
কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত  
হাসপাতালের গার্ডকে চড় মেরে স্বাস্থ্য মন্ত্রণালয় হারান মুরাদ হাসান! কোথায় এখন!
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা