করোনাকালে নির্যাতিত নারীরা পাবেন বিনা খরচে আইনি সেবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০২০, ০০:০৫

করোনাকালীন সংকটে থাকা অসহায়, সুবিধাবঞ্চিত ও নির্যাতিত নারীদের আইনি সেবা ও পরামর্শ দেবেন কয়েকজন আইনজীবী। তারা জানান, বিভিন্ন গবেষণায় এসেছে বর্তমান পরিস্থিতিতে দেশে নারীরা ঘরোয়া সহিংসতার শিকার হচ্ছেন বেশি। এতে তারা আইনি সহায়তা নিতে পারছেন না। তাই তাদের সহয়তার জন্য এমন উদ্যোগী হয়েছেন আইনজীবীরা।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যরিস্টার ফারজানা মাহমুদের নেতৃত্বে কয়েকজন আইনজীবী এই উদ্যোগ নিয়েছেন। এতে আরও আইনি সহায়তা দেবেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার তাপস কান্তি বল ও জজকোর্টের আইনজীবী দেব দুলাল দাস।

তারা প্রতি শনিবার দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত এবং বৃহস্পতিবার বিকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত তারা টেলিফোনে পরামর্শ দেবেন। ভুক্তভোগীরা ০৯৬১২১০০৩০০ নম্বরে কল করতে পারবেন।

উদ্যোক্তারা বলেন, করোনাকালে দেশে ঘরোয়া সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও নারীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। কিন্তু তারা এই সংকটকালে ঘর থেকে বের হতে পারছেন না৷ এতে আইনি সহায়তাও নিতে পারছেন না। এক্ষেত্রে আমরা নারীদের বিনামূল্যে আইনি পরামর্শ দেব, তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বলবো এবং প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের সহায়তা যেন তারা নিতে পারেন এই জন্য তাদের সহয়তা করা হবে।

ব্যারিস্টার ফারজানা মাহমুদ বলেন, করোনা সংকটের মধ্যে নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন। এতে সহায়তা নেয়ার জন্য ঘর থেকেও বের হতে পারছেন না। তাই মানবিকদিক বিবেচনা করে আমরা এই উদ্যোগটা নিয়েছি। এতে অসহায়, সুবিধাবঞ্চিত ও নির্যাতিত নারীদের জন্যে করোনাকালীন সংকটের মধ্যে হটলাইনে যোগাযোগ করে সেবা, পরামর্শ গ্রহণ করতে পারবেন।

(ঢাকাটাইমস/১১জুন/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

ওষুধের মূল্যবৃদ্ধি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

এই বিভাগের সব খবর

শিরোনাম :