প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে বিমান বাহিনীর প্রধান এক কৃষ্ণাঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২০, ০৮:৫০
অ- অ+

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম একজন আফ্রিকান আমেরিকান কর্মকর্তা সামরিক বাহিনীর একটি শাখার নেতৃত্ব দেবেন। দেশটির সিনেটে পক্ষে ৯৮ বিপক্ষে ০ ভোটে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর চিফ অফ স্টাফ পদে জেনারেল চার্লস ব্রাউন জুনিয়রের মনোনয়ন অনুমোদন করেছে।

এর আগে ব্রাউন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিমান বাহিনী প্রধান ছিলেন। তিনি ২০১৬ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ডেপুটি কমান্ডার ছিলেন এবং তার কমান্ডের দায়িত্ব ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকান্ড তদারকি করা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত মার্চে ব্রাউনকে মনোনীত করেছিলেন জানিয়ে এক টুইটে তিনি বলেন, 'আমার সিদ্ধান্ত এখন সিনেট অনুমোদন করেছে'।

কৃষ্ণাঙ্গ ব্রাউনের এই ঐতিহাসিক অনুমোদনটি এমন এক সময়ে আসলো যখন পুলিশি নিয়ন্ত্রণে জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে গোটা দেশে বর্ণবাদী ও সামাজিক অবিচারের বিরুদ্বে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে।

ঢাকা টাইমস/১২জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইকেলে ঘাস, ভেতরে মিলল ৫১ হাজার মার্কিন ডলার
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সমন্বিত সাইবার হামলা
দেশব্যাপী প্রতিভা খোঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনবে বিএনপি: আমিনুল হক 
বনানীতে সিসা লাউঞ্জে যুবক হত্যার প্রধান দুই আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা