কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মৌলভীবাজার জেলা কমিটি অনুমোদন

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৪ জুন ২০২০, ২১:২০
অ- অ+
জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক

দেশের কিন্ডারগার্টেন স্কুলগুলোর মূলধারার বৃহত্তম সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (গভ: রেজি: এস-১০২৮/৯৮) এর মৌলভীবাজার জেলা কমিটিকে কেন্দ্রীয় সংগঠন অনুমোদন প্রদান করেছে। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহিরকে সংগঠনের জেলা সভাপতি ও জুড়ী মডেল স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটিকে অনুমোদন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যক্ষ মিজানুর রহমান সরকার।

১৪ জুন (রবিবার) কেন্দ্রীয় সংগঠনের মহাসচিব মিজানুর রহমান সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে বলে জানান সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোশাররফ হোসেন।

জেলা কমিটির সভাপতি হলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির, সহ-সভাপতি হলেন আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুল কমলগঞ্জ এর অধ্যক্ষ মমতা রানী সিনহা, সাধারণ সম্পাদক হলেন জুড়ী মডেল একাডেমির প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক হলেন রাজনগর জোড়াপুর হাজী ইসহাক একাডেমির প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ হলেন কমলগঞ্জ আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক হলেন শ্রীমঙ্গল দি এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ইকরা কেজি অ্যান্ড হাই স্কুল কালিয়ারগাঁও, মৌলভীবাজারের সহকারী শিক্ষক মুহাম্মদ ইমাদ উদ্দিন, শিক্ষা সম্পাদক হলেন ববড়লেখা ঘোলসা মডেল একাডেমির প্রধান শিক্ষক শহীদ খান, সহ-শিক্ষা সম্পাদক হলেন রোজ ভিউ মডেল স্কুল এর প্রধান শিক্ষক জাফরিন নাহার, ক্রীড়া সম্পাদক হলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ কেজি স্কুল এর অধ্যক্ষ খালেদুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক হলেন জুড়ি আল ইক্বরা একাডেমির প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হলেন ইকরা বাংলাদেশ স্কুল, মোকামবাজার, রাজনগরের প্রধান শিক্ষক এইচ এম হারুনুর রাশীদ, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হলেন নয়াবাজার আর্দশ শিশু শিক্ষা একাডেমি, জুড়ির সহকারী প্রধান শিক্ষক নোমান আহমেদ, দপ্তর সম্পাদক হলেন কুলাউড়া হলিচাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক সামছুল ইসলাম লিমন, সহ-দপ্তর সম্পাদক হলেন বড়লেখা এমরান শাহিদুল মডেল একাডেমির প্রধান শিক্ষক দীনবন্ধু রুদ্র পাল, প্রচার সম্পাদক হলেন কুলাউড়া শাহজালাল ইসলামী একাডেমির প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক হলেন মৌলভীবাজার ইসলামী একাডেমির সহকারী শিক্ষক কে এম আব্দুল হক, সমাজকল্যাণ সম্পাদক হলেনে বড়লেখা মডেল কিন্ডারগার্টেন শাহবাজপুরের প্রধান শিক্ষক রুহেল আহমদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক হলেন গ্রীন গার্ডেন কেজি স্কুল মুন্সিবাজার, রাজনগর এর প্রধান শিক্ষক মুস্তফা বকস এবং নির্বাহী সদস্য হলেন শ্রীমঙ্গল চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টার এর প্রধান শিক্ষক আলী আহমদ ও রাজনগর শাহজালাল রাহ. একাডেমীর প্রধান শিক্ষক সানা কান্ত শীল।

এছাড়া সাংবাদিক ও কলামিস্ট ইসমাইল মাহমুদকে জেলা কমিটির প্রধান উপদেষ্টা করে পাঁচ সদস্যবিশিষ্ট এক উপদেষ্টা কমিটিও গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সহ-শিক্ষা সম্পাদক মোশাররফ হোসেন ও জেলা সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির এ তথ্যটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন মিসেস মনোয়ারা ভূঁইয়া ও মহাসচিব মো. মিজানুর রহমান।

মহাসচিব মিজানুর রহমান সরকার জানান,১৯৮৪ সালে এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯৯৮ সালে রেজিস্ট্রেশন পায়। দেশের ৫৬ জেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কমিটি রয়েছে।

(ঢাকাটাইমস/১৪জুন/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা