ছেলে হত্যা বিচারের দাবিতে কাঁদছেন মা

‘তোমরা আমার ছেলেকে এনে দাও। আমার ছেলেকে ওরা এভাবে মেরে ফেলতে পারল, ওর কি দোষ ছিল’ এমনভাবেই ডুকরে ডুকরে কাঁদছেন পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামের নিকারীপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে মেধাবী কলেজছাত্র ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানের মা হেলেনা খাতুন। বুধবার নিহত হাবিবের বাড়িতে গেলে কেঁদে কেঁদে গনমাধ্যমকর্মীদের কাছে একমাত্র ছেলের হত্যা বিচারের দাবি জানিয়েছেন তিনি।
প্রতিবেশীদের অভিযোগ, হাবিব হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার করা হয়নি।
নিহত হাবিবের বোন রাজিয়া সুলতানা বলেন, ‘ভাইকে হত্যার ঘটনার পর থেকে মা অসুস্থ। খাওয়া-দাওয়াও বন্ধ রেখেছেন।’
এদিকে, গত বুধবার দুপুরে উপজেলার হান্ডিয়াল বাজারে হিন্দু সম্প্রদায়ের ব্যানারে স্বজনরাসহ প্রায় হাজারও মানুষ হাবিব হত্যা বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হান্ডিয়াল বালিকা বিদ্যালয়ের গলিতে প্রকাশ্যে হাবিব ও নাসিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ গ্রুপ। এতে ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু হয়। আহত নাসিরকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে নিহত হাবিবের চাচা রুহুল আমিন চাটমোহর থানায় আসামিদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।
ঢাকাটাইমস/১৮জুন/পিএল

মন্তব্য করুন