সুশান্তের মৃত্যু, পুলিশের নিশানায় যশরাজ ফিল্ম

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৯ জুন ২০২০, ১৪:৪৮
অ- অ+

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা বলিউডকে। বৃহস্পতিবার প্রয়াত নায়কের সবশেষ প্রেমিকা রিয়া চক্রবর্তীকে সকাল থেকে দীর্ঘ সময় পর্যন্ত জেরা করে মুম্বাই পুলিশ। তার পরই সুশান্তের মৃত্যু-রহস্য উদঘাটনে মুম্বাই পুলিশ নিশানা তাক করেছে বলিউডের স্তম্ভ হিসেবে পরিচিত সবচেয়ে বড় প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের দিকে।

ইন্ডিয়া টু ডে’র খবর অনুযায়ী, খুব শিগগিরই মুম্বাই পুলিশ ডেকে পাঠাতে চলেছে বর্তমানে আদিত্য চোপড়ার মালিকানাধীন এই প্রযোজনা সংস্থাটিকে। খতিয়ে দেখা হবে সুশান্তের সঙ্গে তাদের চুক্তিপত্র। কারণ প্রতিভাবান তারকার অপমৃত্যুর পর এই প্রতিষ্ঠানটি নিয়ে সমালোচনা হয়েছে সবচেয়ে বেশি। কিন্তু কোন কারণে সমন পেতে চলেছে এই প্রযোজনা সংস্থা?

অতীত বলছে, এক সাক্ষাৎকারে সুশান্ত জানিয়েছিলেন, কেরিয়ারের শুরুতে তিনি যশরাজ ফিল্মের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। চুক্তি অনুযায়ী তার তিনটি ছবি করার কথা ছিল এই সংস্থার ব্যানারে। তার মধ্যে দুটি ছবি ‘শুদ্ধ দেশি রোমান্স’ এবং ‘ব্যোমকেশ বক্সী’ মুক্তি পেলেও তৃতীয় ছবি ‘পানি’ হাতছাড়া হয়ে যায়। অথচ এই ছবিকে গাজরের মতো নাকের ডগায় দুলিয়ে পাক্কা এক বছর সুশান্তকে অন্য ছবিতে সই করতে দেননি আদিত্য চোপড়া! এর পরেই নাকি প্রথম ভেঙে পড়েন ‘রাবতা’ তারকা।

আবার এই চুক্তির কারণেই দুটি বড় ছবি হাতছাড়া হয়েছিল সুশান্তের। যার মধ্যে একটি সঞ্জয় লীলা বানসালির ব্লকবাস্টার ‘রাম লীলা’, অন্যটি ‘বেফিকরে’। অনেকের তাই দাবি, সে সময় আদিত্য চোপড়াই নতুন প্রতিভাকে পক্ষান্তরে চেপে দিয়েছিলেন অন্য প্রযোজকের ছবিতে কাজ করার অনুমতি না দিয়ে।

এই চুক্তি পত্রের জন্যই অভিনেতার কেরিয়ারে গ্রহণ লেগেছিল। ছয় মাসের মধ্যে সাতটি ছবি হাতছাড়া হয়ে গিয়েছিল। অথচ চুক্তিতে থাকা সত্ত্বেও রণবীর সিং একাধিক অন্য ছবিতে অভিনয়ের অনুমতি পেয়েছিলেন। তার জ্বলন্ত উদাহরণ ‘রাম লীলা’। দুই অভিনেতার সঙ্গে প্রযোজনা সংস্থার এই বৈষম্যমূলক আচরণ সেদিন চোখে বিঁধেছিল অনেকেরই।

এই আচরণ সুশান্তকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, তিনি বলিউডের ভেতরের নন, বাইরের লোক। সাবেক সাংসদ ও কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমও সুশান্তের মৃত্যুর পরে তাই যশরাজ ফিল্মসের সঙ্গে অভিনেতার চুক্তি এবং ছয় মাসে সাতটি ছবি কেড়ে নেয়ার ওপর আলোকপাত করে প্রশ্ন তুলেছেন। বলেছেন, বলিউডের অন্দরমহল কি এতটাই ভয়ানক?

এদিকে যশরাজ ফিল্মসকে সমন পাঠানোর আগেই সুশান্তের মৃত্যুর জন্য নেপোটিজম বা পক্ষপাতিত্বকে দায়ী করে বুধবার বিহারের মজাফফরপুর জেলা আদালতে বলিউডের চার তারকা সালমান খান, করণ জোহার, একতা কাপুর ও সঞ্জয় লীলা বানসালির বিরুদ্ধে মামলা করেছেন সুধীর কুমার ওঝা নামে এক আইনজীবী।

সব মিলিয়ে হিন্দি ছবির চিত্রনাট্যের মতোই টানটান উত্তেজনা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য। তবে তদন্তে স্বজনপোষণ মৃত্যুর কারণ হিসেবে উঠে আসলে হয়তো কোমরে দড়ি পড়তে পারে বলিউডের আরও অনেক রথী-মহারথীর।

ঢাকাটাইমস/১৯জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, হাসপাতালে আহত আরও ২ জন
সিরাজগঞ্জে অস্ত্রসহ দুজন আটক
কক্সবাজারের চকরিয়ায় যুবককে গুলি করে হত্যা
নড়াইলে যুবকের রহস্যজনক মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা