নর্থ মেসিডোনিয়ায় ট্রাক থেকে ৬৪ বাংলাদেশি আটক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ জুন ২০২০, ০৮:২৪| আপডেট : ২৪ জুন ২০২০, ০৮:৩৩
অ- অ+

দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের দেশ নর্থ মেসিডোনিয়ায় ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে একটি ট্রাক থেকে আটক করেছে দেশটির পুলিশ। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২২ জুন) নিয়মিত টহলের সময় ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়।

গ্রিসের সঙ্গে দেশটির সীমান্তের কাছাকাছি মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। আটক অভিবাসীদের সীমান্তের কাছে গেভগেলিজা নামক একটি শহরে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার ২৩ জুন এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় নর্থ মেসিডোনিয়ার পুলিশ। তবে আটক হওয়া অভিবাসীদের ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি তারা।

প্রতিবছরই বহু বাংলাদেশি ভয়ংকর পথ পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করে। অবৈধ এসব রুটের অন্যতম একটি রুট হলো যুগোস্লাভিয়ার ভেতর দিয়ে কথিত ‘বলকান অভিবাসন রুট’। এই রুট ২০১৫ সাল থেকে বন্ধ রয়েছে। এছাড়া বর্তমানে করোনার কারণে বন্ধ রয়েছে গ্রিস ও নর্থ-মেসিডোনিয়া সীমান্তও। তবে পুলিশ সূত্র জানিয়েছে, সীমান্ত সরকারিভাবে বন্ধ থাকলেও সেখান দিয়ে এখনও মানবপাচার অব্যাহত রয়েছে।

ঢাকা টাইমস/২৪জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা