এখন পর্যন্ত বছরটি ভালো মনে হচ্ছে না: মুশফিক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুন ২০২০, ১৪:৫১

করোনাভাইরাসের ছোবলে পুরো বিশ্ব কঠিন সময় পার করছে। ভাইরাসটির প্রকোপে বাংলাদেশেও এলোমেলো অবস্থা। করোনায় আক্রান্তর তালিকায় প্রতিদিনই যোগ হচ্ছে কয়েক হাজার মানুষ। এর মাঝে বুড়িগঙ্গায় ঘটে গেছে মর্মান্তিক এক ঘটনা। সোমবার লঞ্চডুবিতে মারা গেছেন ৩২ জন। দুর্ঘটনার ১৩ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

অন্য সবার মতো এই ঘটনা নাড়িয়ে দিয়েছে মুশফিকুর রহিমকেও। জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার শোক জানিয়েছেন। করোনা মহামারীর মধ্যেই এমন ঘটনা দেখে মুশফিক বলছেন, এখন পর্যন্ত বছরটি ভালো যায়নি।

লঞ্চডুবিতে প্রাণ হারানোদের প্রতি শোক জানিয়ে ফেসবুকে নিজের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন মুশফিক। লঞ্চডুবির একটি ছবি পোস্ট করে উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ক্যাপশনে লিখেছেন, ‘বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে নিরীহ মানুষদের প্রাণ হারানোর সংবাদ পেয়ে হতবাক ও শোকাহত। এখন পর্যন্ত বছরটি ভালো মনে হচ্ছে না।’

একই ঘটনায় সাকিব আল হাসানও মর্মাহত। সান্ত্বনার ভাষা খুঁজে পাচ্ছেন না বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার। ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, ‘প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত চারমাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে।’

‘এর মধ্যে আবার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবে এখন পর্যন্ত ৩২ জন মানুষের প্রাণহানী এবং এখন পর্যন্ত বেশ কিছু যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সত্যি বলতে আমি কোনোভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছি না।’

সাকিব তার পোস্টে আরও লিখেছেন, ‘পুরো পৃথিবীর এই ভয়ঙ্কর ক্রান্তিকালে এমন দূর্ঘটনার কোনো সান্ত্বনা বা ব্যাখ্যা আমার জানা নেই। ভব্যিষতে এমন অনাকাঙ্খিত দূর্ঘটনা আর একটিও যেন না হয়, এমন বাংলাদেশ দেখার প্রত্যাশা করি। করোনাসহ সকল দুর্যোগ কেটে যাবে ইনশা আল্লাহ।’

লঞ্চ দুর্ঘটনায় প্রাণ হারানোদের জন্য প্রার্থনা জানিয়ে সাকিব লিখেছেন, ‘মাত্র ৩০ সেকেন্ড দূরের পথে থেকেও সারাজীবনের জন্য পরপারে পাড়ি জমানো সকল আত্মার প্রতি শান্তি ও সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করছি।’

(ঢাকাটাইমস/৩০ জুন/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :