কুমিল্লায় করোনায় আরও তিন মৃত্যু, নতুন শনাক্ত ১৩৭

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২০, ২১:৫২
অ- অ+

কুমিল্লা নগরী, চৌদ্দগ্রাম ও ব্রাক্ষণপাড়া উপজেলায় একজন করে করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ১০৩ জন করোনা রোগীর মৃত্যু হযেছে। এদিকে নতুন করে জেলায় আরও ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩৬৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার জেলার ডেপুটি সিভিল সার্জন শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন শনাক্তদের মধ্যে কুমিল্লা নগরীর ১৬ জন, আদর্শ সদরের আটজন, মুরাদনগরের আটজন, মনোহরগঞ্জে আটজন, লালমাইয়ের আটজন, বরুড়ায় ১১ জন, লাকসামের ছয়জন, নাঙ্গলকোটের সাতজন, সদর দক্ষিণের চারজন, চান্দিনার চারজন, তিতাসের চারজন, হোমনার ১৫ জন, দাউদকান্দির একজন, চৌদ্দগ্রামের ২৬ জন, মেঘনার পাঁচজন, বুড়িচংয়ের তিনজন ও ব্রাক্ষণপাড়ার তিনজন রয়েছেন। এদিকে গত ২৪ ঘন্টায় ৭৯ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে কুমিল্লা নগরীর ৪৯, বুড়িচংয়ের ছয়জন, মনোহরগঞ্জের ১৪ জন, আদর্শ সদরের সাতজন ও মুরাদনগরে তিনজনসহ রয়েছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার পর্যন্ত জেলা থেকে ১৯৪৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৮৬৭৩ জনের। করোনা শনাক্ত হয়েছে ৩৬৯৯ জনের। এর মধ্যে এ পর্যন্ত ১৬১৩ জন সুস্থ হয়েছেন। এছাড়া নতুন তিনজনসহ জেলায় মোট ১০৩ জনের মৃত্যু হয়েছে।

ঢাকাটাইমস/২জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
অটোচালককে হত্যা: মির্জাপুরে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা