এশিয়া কাপ বাতিল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২০, ২২:৫৭| আপডেট : ০৮ জুলাই ২০২০, ২৩:০৩
অ- অ+

করোনা সংক্রমণের জেরে বাতিল হয়ে গেল এশিয়া কাপ। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী নিশ্চিত করেছেন এই খবর। তিনি বলেছেন, ‘‌সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে।’‌

এশিয়া কাপ আয়োজনে এবার মরিয়া ছিল পাকিস্তান। শ্রীলঙ্কায় এই টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা চালাচ্ছিল আয়োজক পিসিবি। এদিকে টি-২০ বিশ্বকাপও প্রায় বাতিল হওয়ার পথে। এশিয়া কাপে গত দুই আসরেই ফাইনাল খেলে বাংলাদেশ। কিন্তু দুইবারই ভারতের কাছে হেরে যায় টাইগাররা।

এশিয়া কাপ বাতিল হওয়ার খবর প্রকাশ হলেও বাংলাদশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বলা হয়েছে যে, এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা তারা পাননি।

বুধবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এ বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘তিনি (সৌরভ গাঙ্গুলী) কোন প্রেক্ষাপটে এটি বলেছেন, ঠিক বলতে পারছি না। আমি যতদূর জানি এসিসি এ টুর্নামেন্ট আয়োজনের সম্ভাব্যতা নিয়ে কাজ করছে। এ সময়ে যদি সম্ভব নাও হয়, তাহলে কখন আয়োজন করা যেতে পারে, সেটি নিয়ে কাজ চলছে। আইসিসিও একই কাজ করছে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। আনুষ্ঠানিকভাবে এটা নিয়ে বলার কিছু নেই বলেই জানি।’

বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে এটি নিয়ে এখনো কিছু শুনিনি। বিসিবি সভাপতি (বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি) লন্ডনে আছেন। তাঁর আজ অস্ত্রোপচার হওয়ার কথা। এ মুহূর্তে তাঁর সঙ্গে কথা বলার সুযোগ নেই। তবে আমরাও শুনেছি টুর্নামেন্টটা এ বছর যথা সময়ে আয়োজন নিয়ে যথেষ্ট সংশয় আছে।’

(ঢাকাটাইমস/৮ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই
সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা 
পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসি নাই: নাহিদ ইসলাম  
৩০ বল ধরে বাউন্ডারি নেই,পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন পারভেজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা