‘মানুষের অধিকার আদায়ে আজীবন কাজ করেছেন সাহারা খাতুন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২০, ১৩:০৭
অ- অ+

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সাহারা খাতুন দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে আজীবন কাজ করে গেছেন। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকে তাদের আইনি সহায়তাসহ মনে সাহস যুগিয়েছেন, সুপরামর্শ দিয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আইনজীবীদের সংগঠিত করার কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

দীপু মনি বলেন, দেশ ও জাতি আজ একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ আইনজীবী ও নারী নেতৃত্বকে হারালো। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের রাজনীতিতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আইনজীবী সমাজে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হবার নয়। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকগণ তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে।

শোকবার্তায় মন্ত্রী মরহুমার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাহারা খাতুনের মৃত্যুতে শোকাহত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এক শোকবার্তায় বলেন, সাহারা খাতুনের মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ নারী নেত্রীকে হারালো। তিনি সাহারা খাতুনের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

(ঢাকাটাইমস/১০জুলাই/টিএটি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হচ্ছে সোমবার
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে : মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা