শিরোপার আরও কাছে রিয়াল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২০, ০৯:১২
অ- অ+

করিম বেনজেমা আর মার্কো আসেনসিওর দুই গোলে লা লিগা জয়ের পথে আরেকটু এগিয়েছে রিয়াল মাদ্রিদ। লিগের বাকি আর মাত্র ৩ ম্যাচ। আলাভেসের বিপক্ষে টানা অষ্টম জয়ে আবারও বার্সেলোনার ওপর ৪ পয়েন্টের লিডে চলে গিয়েছে রিয়াল মাদ্রিদ।

লিগে বড় কোনো নাটকীয় পরিবর্তন না এলে রিয়াল মাদ্রিদ যে শিরোপা জিতছে সেটা এখন প্রায় নিশ্চিতই। তবে শুরুতে আলাভেসের হোসেলু আর লুকাস পেরেজ দারুণ দুইটি সুযোগ পেয়েছিলেন। ৩ মিনিটে বাম দিক থেকে আসা ক্রসে প্রথমে পেরেজের হেড গিয়ে লাগে বারপোস্টে, ফিরতি বলও গোল বরাবর মেরেছিলেন পেরেজ। কিন্তু রাফায়েল ভারান গোল লাইন থেকে বল ফিরিয়ে দিলে আর এগিয়ে যাওয়া হয়নি আলাভেসের।

রিয়াল অধিনায়ক সার্জিও রামোস ও দানি কারভাহাল ছিলেন না নিষেধাজ্ঞার কারণে। মার্সেলোও চোটের কারণে ছিলেন না দলে। লুকাস ভাসকেজকে রাইটব্যাকে খেলিয়ে নতুন চেহারার রক্ষণ সাজিয়েছিলেন জিনেদিন জিদান। আলাভেসও শুরুতে সেই রক্ষণ কাঁপিয়ে দিয়েছিল। এরপর অবশ্য আগের দুই ম্যাচের মতোই পেনাল্টি পেয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে রিয়াল।

ফার্লন্ড মেন্ডি বক্সের ঠিক ভেতরে ঢুকে বাইলাইনের কাছাকাছি যাচ্ছিলেন। তাকে তাড়া করতে থাকা জিমো নাভারো স্লাইড ট্যাকেল করতে গিয়েও করেননি। তবে নাভারোর আনাড়ি প্রচেষ্টার সময় তার পায়ে লেগে পড়ে যান মেন্ডি। পরে ভিএআরের সাহায্যে রেফারিও পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টিতে গোলটি করেন বেনজেমা। ম্যাচের ১০ মিনিটে আগের দুই ম্যাচের মতো পেনাল্টি থেকেই এগিয়ে গেছে রিয়াল।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে পিছিয়ে পড়ার পরও ভালো সুযোগ এসেছিল তাদের সামনে। স্কটিশ ফুটবলার অলিভিয়ের বুর্কে বক্সের ভেতর ঢুকে দারুণ একটি শট করেছিলেন, তবে থিবো কোর্তোয়ার সেভে আর ম্যাচে ফেরা হয়নি আলাভেসের।

আলাভেসের প্রতিরোধ অবশ্য ওই পর্যন্তই শেষ। এরপর রিয়াল মাদ্রিদ ম্যাচটা নিজেদের করে নিয়েছে। আলাভেস গোলরক্ষক রবার্তোকে এরপর বেশ কয়েকবার পরীক্ষায় ফেলেছে রিয়াল।

দ্বিতীয়ার্ধে ৫ মিনিটে আক্রমণভাগের ৩ খেলোয়াড়ই অবদান রেখেছেন রিয়ালের দ্বিতীয় গোলে। রদ্রিগোর নিখুঁত থ্রু পাস অনসাইডে থেকে গোলের সামনে নিয়ে গিয়েছিলেন করিম বেনজেমা। নিজে শট না করে আসেনসিওর দিকে বাড়িয়েছেন স্কয়ার পাস। গোলের সামনে থাকা আসেনসিও করেছেন বাকি কাজটা।

দুই গোলে এগিয়ে যাওয়ার পর রবার্তো রদ্রিগো, বেনজেমাদের আরও অন্তত দুইটি শট ঠেকিয়ে রিয়ালের জয়ের ব্যবধান আর বাড়তে দেননি। আয়েশী জয়ে জিনেদিন জিদান শেষদিকে এডেন হ্যাজার্ডকে মাঠে নামার সুযোগ করে দিয়েছেন।

রিয়াল মাদ্রিদের পরের দুই ম্যাচে ভিয়ারিয়াল ও গ্রানাডার বিপক্ষে। বার্সেলোনা যাই করুক না কেন, এই দুই ম্যাচে জয় পেলেই ২০১৬-১৭ মৌসুমের পর আবারও লা লিগার শিরোপা ঘরে তুলবে জিদানের দল।

(ঢাকাটাইমস/১১ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Reimagining Management Education: The Role of Quantum Mechanics as a Metaphorical Lens for Complex Leadership
চরফ্যাশনে ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ
রক্তাস্বল্পতা দূর করে প্রাকৃতিক মহৌষধ ভেষজ আমড়া, ক্যানসার প্রতিরোধও সিদ্ধহস্ত
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪১ জন ফিলিস্তিনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা