বাউফলে একদিনে করোনায় ১৩ জন আক্রান্ত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২০, ২৩:০৪
অ- অ+

পটুয়াখালীর বাউফল উপজেলায় সাত পুলিশ সদস্য ও এক সাংবাদিক পরিবারের দুই সদ্যস্যসহ মোট ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা জানান, বাউফল থানায় কর্মরত সাত পুলিশ সদস্য ও বাউফল প্রেসক্লাবের এক সাংবাদিক নেতার স্ত্রী ও পুত্রসহ মোট আক্রান্ত ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পুলিশ সদস্যদের থানার কমপ্লেক্সে তাদের নিজস্ব কক্ষে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। অপর আক্রান্তরা নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। করোনায় আক্রান্ত হয়ে উপজেলায় যারা আইসোলেশনে আছেন, তাদের প্রত্যেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা চিকিৎসা দিয়ে আসছেন।

এ নিয়ে বাউফলে মোট করোনায় আক্রান্তের সংখ্যা হলো ৭৭ জন। মারা গেছে ৭ জন। সুস্থ হয়েছেন ৩৯ জন। অন্যান্য সবাই আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

(ঢাকাটাইমস/১২জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিপ্লোমাধারীদের সিডিসি প্রদানের সিদ্ধান্ত বাতিলসহ ৫ দাবিতে মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
‘আমি সন্ত্রাসী বলছি, টাকা দেন’— ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়, ডিবির অভিযানে তিনজন ধরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা