বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২০, ১৬:৩২| আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৭:১৩
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীর উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার রাতে বোয়ালমারীর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান এ কথা জানান।

তিনি জানান, গত শুক্রবার ১০ জুলাই উপজেলা চেয়ারম্যানের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। রবিবার রাতে পজিটিভ রিপোর্ট আসে। তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

মোশাররফ হোসেন বোয়ালমারীর উপজেলার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি এক যুগ ধরে এই উপজেলার আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, কয়েক দিন ধরে জ্বর ও কাশির সমস্যায় রয়েছে, তবে বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।

এদিকে ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানান, জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৩৭ জন। রবিবার আরও ১২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩০ জন।

স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা আরো জানান, জেলার বিভিন্ন হাসপাতালে করোনা রোগ নিয়ে চিকিৎসা নিচ্ছে ২৬৭ জন । এছাড়াও সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ১০৬৪ জন।

(ঢাকাটাইমস/১৩জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা