বগুড়ায় বিদেশি অস্ত্র-ফেনসিডিলসহ আটক ৩

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২০, ২০:৪১
অ- অ+

বগুড়ায় সবজির ট্রাক থেকে ১০টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং ১৩৬ পিস ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৪ (এপিবিএন-৪) এর অফস এন্ড ইন্টেলিজেন্স সেল এর আভিযানিক দল। বুধবার বিকাল পৌনে ৫টায় বগুড়া কাহালু উপজেলার মুরইল এলাকার হাগদুবুরা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় থেকে উদ্ধার এবং আটক করা হয়।

আটকরা হলেন- ট্রাকের যাত্রী জয়পুরহাট সদরের ভাতসা গ্রামের ছোটন, ট্রাকচালক জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের কাবিল হোসেন ও হেলপার নওগাঁর বদলগাছী উপজেলার সেভেন হোসেন।

এপিবিএন-৪ জানায়, গোপন সংবাদে জানতে পারেন সবজিবোঝাই ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল এবং অস্ত্র চোরাচালান করা হচ্ছে। এরপর এপিবিএন-৪ একটি আভিযানিক দল উপজেলার মুরইলের হাগদুবুরা এলাকায় সবজির ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ১০টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং ১৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এপিবিএন-৪ এর পরিদর্শক সন্তু বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নওগাঁ জেলার বদলগাছী থেকে সবজিবোঝাই একটি ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২০-৫৬৮০) ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। আটকদের কাহালু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/২২জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়ায় ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে বুঝিয়ে দিল সরকার: ইশরাক 
জাপান স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
মানুষের ভাষা বুঝে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন: ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা