সুন্দর প্রজন্মের জন্য করণীয়

হাসান শাহরিয়ার কল্লোল
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০২০, ১৭:৫১

প্রজন্মকে বাঁচাতে চান? শিক্ষিত করতে চান? ওর ভেতরে সুসংস্কৃতির বীজ ঢুকিয়ে দিন। ওকে দু'চারটে কবিতা শোনান। কবিতা আবৃত্তির ক্লাস করান। ওকে গান শেখান। হেড়ে গলায় ই হোক না । ও হয়তো গান গাবে না, কিন্তু সুকুমারবৃত্তি ওর ভিতরে থাকবে।

আগে পাড়া-মহল্লায় কত সাংস্কৃতিক সংসদ ছিল। আর জাতীয়ভাবে অনেক সংগঠন ক্রিয়াশীল ছিল সংস্কৃতিচর্চার। ওগুলো তো আস্তে আস্তে বিলীন হয়ে গেল মনে হচ্ছে। আমি যখন ক্লাস সিক্সে পড়ি ওই সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া প্রতিযোগিতার সে কী বিশাল কর্মযজ্ঞ। আমাদের বেশ কিছু বই পড়ে সেই বই এর গুরুত্বপূর্ণ জায়গাগুলো লিখতে হবে। পরে সেই খাতা দেখবেন বিজ্ঞজনেরা।

তখন আমরা থাকি যশোরে। সেখানেই যে আয়োজন, ঢাকার অবস্থা তো আরো নিশ্চয়ই বেশি ছিল। ‌ ক্যাডেট কলেজ এবং ঢাকা মেডিকেলে নাটক করেছি, মঞ্চনাটক। মাসজুড়ে চলা রিহার্সাল। বরিশাল ক্যাডেট কলেজে থাকতে বরিশাল মেডিকেল কলেজের সাথে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বিনিময় হতো। ওরা এসে আমাদের এখানে অনুষ্ঠান করতো। আবার আমরা যেতাম বরিশাল মেডিকেলে। নিশ্চয়ই অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মাঝেও এমন চল ছিল সেসময়। কোথায় যেন সব মিলিয়ে গেল!

ইংরেজিতে একটা শব্দ আছে "এনগেজমেন্ট"। এটার বাংলা কি হতে পারে? সংযুক্ত করা, জুড়ে রাখা.. আমাদের বাচ্চাদেরকে আমরা কি আমাদের সংস্কৃতির সাথে, জীবনের সাথে সংযুক্ত করতে পারছি, নতুন যুগের নতুন উপাদান দিয়ে? আর তারপরে ওরা যদি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে তাহলে ওদের দোষ দেয়ার কোন উপায় থাকে কি?

পড়ার সময় ছাড়া ওরা কি করবে? স্কুলগুলোতে খেলার মাঠ নেই। শহরে সারি সারি বিশালাকায় দালানের ফাঁকে হাঁটার জায়গাটি পর্যন্ত নেই। শুধু আকাশ ঢেকে থাকার ব্যবস্থা। মোবাইলে ঘাড় গুজে থাকতে থাকতে ওর সব হচ্ছে একেকটা কূপমন্ডুক। তাহলে ওরা চিন্তা করতে শিখবে কিভাবে? কতগুলো অনুগত "ভেড়ার পাল" দিয়ে কি করে নতুন দিন আসবে? যারা ঢাকা কিংবা খুলনা কিংবা গলাচিপায় বসে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় বিবাগী হয়?

কিন্তু একজন আলাউদ্দিন খাঁ কিংবা অধ্যাপক আব্দুর রাজ্জাক কে চেনেই না। বন্যায় হাজার হাজার মানুষ ঘরহারা হয়। স্কুল, মসজিদ হারিয়ে যায় নদীর ভাঙ্গনে ওরা তখন ব্যস্ত অনলাইন কেনাকাটায়। সিরিয়া, ফিলিস্তিন, ইয়েমেন তো ওদের চোখের সীমানায়ই নেই।

ওরা তো শিশু। ওদের দোষ দিয়ে কি লাভ? এ প্রজন্মের পাপের ফল ভোগ করবে আরেক প্রজন্ম। শরীর আর মনের "স্হূলতা"য় ভুগে।

লেখক: চিকিৎসক

ঢাকাটাইমস/২৪জুলাই/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :