আমি তো মাত্র ওয়ার্ম-আপ শুরু করেছি: ইব্রাহিমোভিচ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২০, ১৫:০৫| আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৫:০৬
অ- অ+

চলতি মৌসুমের শেষে অবসরের চিন্তা উড়িয়ে দিয়েছেন এসি মিলান তারকা জ্লাটান ইব্রাহিমোভিচ। তার পরিবর্তে ৩৮ বছর অভিজ্ঞ এই স্ট্রাইকার ইন্সটাগ্রামে এক ভিডিও পোস্টে বলেছেন, ‘আমি তো মাত্র ওয়ার্ম-আপ শুরু করেছি। আর এতেই অনেকে মনে করছেন আমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। সারা জীবন আমি লড়াই করে কাটিয়েছি। কেউই আমার উপর আস্থা রাখেনি, সে কারণেই আমি নিজের উপর বিশ্বাস রেখেছি।’

তিনি আরো বলেন, ‘অনেকেই আমাকে ভাঙ্গার চেষ্টা করেছে। কিন্তু এর ফলে কার্যত তারা আমাকে আরো বেশি শক্তিশালী করে তুলেছে। অন্যরা আমাকে কাজে লাগানোর চেষ্টা করেছে, তারা শুধুমাত্র আমাকে বুদ্ধিমান করে তুলেছে। কিন্তু তোমরা সবাই মনে করছ আমার সময় শেষ হয়ে গেছে। কিন্তু সবাইকে আমি একটি কথাই বলতে চাই আমি তোমাদের মত নই কারন আমি তুমি নই। আমি জ্লাতান ইব্রাহিমোভিচ এবং আমি শুধুমাত্র ওয়ার্ম-আপ শুরু করেছি।’

জানুয়ারিতে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি থেকে ছয় মাসের চুক্তিতে সাড়ে তিন মিলিয়ন ইউরোর বিনিময়ে এসি মিলানে পুনরায় যোগ দিয়েছিলেন ইব্রাহিমোভিচ। ২০১১ সালে এই সুইড তারকার কারনেই ইতালিয়ান জায়ান্টরা তাদের সর্বশেষ সিরি-এ শিরোপা জয় করেছিল। এরপর পুনরায় ফিরে আসার পর মিলানকে দারুণভাবে টেনে তুলেছেন ইব্রা। বর্তমান ক্লাবটি ১১তম স্থানে থেকে সিরি-এ টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে। ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা ও পিএসজির সাবেক এই স্ট্রাইকার এবারের লিগে ১৬ ম্যাচে করেছেন ৭ গোল, হাতে রয়েছে আর দুটি ম্যাচ।

(ঢাকাটাইমস/২৬ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের কম্পোনেন্ট করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু করছে নভোএয়ার
স্বাধীনতার পতাকা নিয়ে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা