আনুশকার জন্মদিনে কেক বানিয়েছিলেন কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২০, ১৬:৫৩
অ- অ+

বাইশ গজে ব্যাট হাতে অনেকদিন মাঠে নামা হয়নি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। তাতে কী! ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঠিক কানেকশন রেখে চলেছেন কিং কোহলি। এই তো দিন কয়েক আগেই অগণিত ক্রিকেটপ্রেমীকে উৎসর্গ করলেন নিজের হাজারতম ইনস্টাগ্রাম পোস্ট। যেখানে বাইশ গজে এক যুগ পর আনকোরা বিরাটের সঙ্গে দেখা হয়ে গেল কিং কোহলির! তবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির লকডাউনের ‘কোয়ারেন্টিন কাহিনি’ কিন্তু ভেরি ভেরি স্পেশাল। মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ক্রিকেট আড্ডায় সেই গল্পই শোনালেন বিরাট।

এমনিতে খেলার চাপে এতদিন নিজেদের পরিবারকে সময় দিতে পারতেন না। কিন্তু করোনায় হোম কোয়ারেন্টিনের সময়টাকে ভালোভাবে কাজে লাগিয়েছেন তাঁরা। সময় দিয়েছেন প্রিয় মানুষকে। এই যেমন বিরাট কোহলি-আনুশকা শর্মার কথাই ধরুন।

মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ক্রিকেট আড্ডায় বিরাট কোহলি জানিয়েছেন, ‘আমি এর আগে কখনও কেক তৈরি করিনি। করোনায় লকডাউনে প্রথমবার কেক বানানোর চেষ্টা করি। তাও আবার আনুশকার জন্মদিনে আমি কেক বানিয়েছিলাম।’

প্রথমবার কেক বানানোর অভিজ্ঞতা কেমন? বিরাটের তৈরি কেক খেয়ে আনুশকার কী প্রতিক্রিয়া ছিল, তাও জানিয়েছেন কোহলি। তিনি বলেন, ‘প্রথম চেষ্টায় ব্যাপারটা খারাপ হয়নি। কোনোদিন কেক বানানোর অভিজ্ঞতাই ছিল না। আনুশকা তো কেক খেয়ে বলেছে দারুণ হয়েছে! আমার কাছে স্ত্রীর জন্য কেক বানানোর এই অনুভূতিটা সত্যিই দারুণ।’

(ঢাকাটাইমস/২৭ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে বিজিবির হানা: আইস ও পিস্তলসহ যুবক গ্রেপ্তার
‘সহযোদ্ধা’ ও ‘জাস্টিস ফর কমরেডস’–এর সদস্যরা জড়ালেন ডাকাতিতে!
সোমবার যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ৫০ শতাংশ: ভিসি আমানুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা