মানিকগঞ্জে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল পণ্য বিক্রি, লাজফার্মাকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২০, ২২:০২
অ- অ+

মানিকগঞ্জে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল পণ্য বিক্রির অভিযোগে লাজফার্মাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে শুনানি শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।

তিনি জানান, রবিবার শহরের মতিউর রহমান নামে এক ব্যক্তি লাজফার্মা থেকে একটি সার্জিক্যাল পণ্য ক্রয় করেন। ওই পণ্যটি মেয়াদোত্তীর্ণ থাকায় ওই ব্যক্তি ভোক্তা অধিকারে অভিযোগ করেন। পরে জেলা প্রশাসক মানিকগঞ্জ এসএম ফেরদৌস মহোদয়ের নির্দেশনায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে শুনানির জন্য ডাকা হয়। এরপর প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল পণ্য বিক্রয় করার জন্য অভিযোগকারীর নিকট দুঃখ প্রকাশ করেন। এসময় ভবিষ্যতে ওষুধ ও সার্জিক্যাল পণ্য বিক্রয়ে সর্বোচ্চ সতর্ক থাকবেন এমন মুচলেকা সাপেক্ষে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। এদিকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫% প্রদান করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭জুলাই/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচন করবেন: আবদুল আউয়াল মিন্টু
উত্তরার ‘বি’ ও ‘সি’ ব্লকে অ্যাপার্টমেন্ট প্রকল্প নিয়ে মতামত চাইল সরকার
একদিনেই ২১ নেতাকে বহিষ্কার করল বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা