মানিকছড়িতে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২০, ২৩:৪১
অ- অ+

মানিকছড়ি উপজেলার পশ্চিম গবামারা এলাকায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সাজেদুল ইসলাম সৌরভ (১০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে ও গচ্ছাবিল জমিরিয়া তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, বিকালে শিশু সৌরভ মাছ ধরার জন্য বাড়ির পাশে ডোবায় যায়। সন্ধ্যা পর্যন্ত সৌরভ ফিরে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। স্থানীয় একজন বিলের দিকে যেতে দেখেছে বলে জানালে স্বজনরা বিলে গিয়ে ডোবার পানিতে তার মরদেহ দেখতে পায়। উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনা সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, স্থানীয় কয়েকজন শিশুর সাথে বিলে মাছ ধরতে গিয়ে চলমান পানির প্রবাহে তৈরি হওয়া ডোবায় পড়ে মারা যায়। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি।

(ঢাকাটাইমস/২৯জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু 
বানিয়াচংয়ে হাতকড়াসহ পালালেন আ.লীগ নেতা
ন্যায়বিচার হবে আমাদের এই রাষ্ট্রের নতুন যাত্রার প্রথম লক্ষণ: জোনায়েদ সাকি
গণঅভ্যুত্থান কোন দলীয় নয়, একটি জাতীয় বিবেকের জাগরণ: জাতীয় পার্টি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা