কোচ হয়ে জুভেন্টাসে ফিরছেন আন্দ্রে পিরলো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২০, ০৮:০৪| আপডেট : ৩১ জুলাই ২০২০, ০৯:০৪
অ- অ+

জুভেন্টাস অনূর্ধ্ব ২৩ দলের কোচ নির্বাচিত হয়েছেন আন্দ্রেয়া পিরলো। এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও ইতালিয়ান মিডিয়া জানিয়েছে সেটি সময়ের ব্যাপার।

২০১৭ সালে খেলা ছাড়ার পর থেকে কোচিংয়ে জড়াননি পিরলো। ডাগআউতে তার নতুন ক্যারিয়ার শুরু হচ্ছে এই দায়িত্ব দিয়েই। আপাতত তার মিশন জুভেন্টাস অনূর্ধ্ব ২৩ দলকে সিরি সি থেকে সিরি বি তে ওঠানো। জুভেন্টাস সভাপতি আন্দ্রেয়া আগনেল্লি আশা করছেন, গার্দিওলা ও জিদানের উত্তরসূরি হতে পারবেন পিরলো। মনে করিয়ে দেওয়া যায়, গার্দিওলা আর জিদান যথাক্রমে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের বি দল বা যুব দল দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর তারা কী করেছেন, সেটা সবাই জানেন।

খেলোয়াড়ি জীবনে এই জুভেন্টাসের হয়েই চারটি সিরি আ জিতেছিলেন পিরলো। তার আগে এসি মিলানের হয়েও দুইটি লিগের পাশাপাশি জিতেছিলেন দুইটি চ্যাম্পিয়নস লিগ। দেশের হয়েও জিতেছেন বিশ্বকাপ। নিজের সময়ের তো বটেই, সর্বকালেরই সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে ধরা হয় পিরলোকে। ৪১ বছর বয়সী পিরলো কোচ হিসেবে কী করতে পারবেন, সময়ই বলে দেবে।

(ঢাকাটাইমস/৩১ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণই ঠিক করবেন কে কাকে লাল কার্ড দেখাবে: ডা. জাহিদ
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা