ব্রাজিলে নেইমারের চেয়ে মেসি বেশি জনপ্রিয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২০, ২২:১৪
অ- অ+

ব্রাজিল ফুটবলে জনপ্রিয় তারকা নেইমার। আর আর্জেন্টিনায় মেসি। তবে ব্রাজিলের সাবেক মিডফিল্ডার জে রবার্তো, দিলেন অবাক করা তথ্য। তিনি বললেন, ব্রাজিলের শিশুরা নেইমারের চেয়ে মেসিকেই বেশি পছন্দ করে।

রবার্তো বলেন, ‘পেলে ও ম্যারাডোনার পাশাপাশি ফুটবল ইতিহাসের সেরাদের একজন মেসি। দুর্দান্ত এক ফুটবলার। ইতোমধ্যে তা প্রমাণ করেছে সে। তবে ব্রাজিলের শিশুরা নেইমারের চেয়ে মেসিকেই বেশি পছন্দ করে। কারণ মেসি যেভাবে খেলে সেটা ব্রাজিলিয়ানদের সাথে বেশি যায়। তাই মেসির খেলা বেশি পছন্দ করে তারা।’

বিশ্বসেরা খেলোয়াড়ের তকমা পেয়েও বিশ্বকাপ ছোয়া হয়নি মেসির। ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল মেসির আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে ১১৩ মিনিটে ম্যাচের একমাত্র গোল খেয়ে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার। ২০০৬ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলা মিডফিল্ডার রবার্তো মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান। তিনি বলেন, ‘যদি মেসি বিশ্বকাপ জিততো আমি খুব খুশি হতাম। কারণ সে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। বিশ্বকাপ তার প্রাপ্য।’

১৯৯৫ থেকে ২০০৬ সাল পর্র্যন্ত ব্রাজিলের হয়ে ৮৪ ম্যাচে ৬ গোল করেছেন রবার্তো।

(ঢাকাটাইমস/৩১ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ একজন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা