কুমিল্লা মেডিকেলে করোনায় এক, উপসর্গে আরও ২ মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২০, ১২:২৩
অ- অ+

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে দুইজনের। তাদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। রবিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানান।

তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে আলী আজম (৮৫) নামে একজন মারা গেছেন। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মৃত আলী আকবরের ছেলে।

এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ইশুর রহমানের মেয়ে মনোয়ারা বেগম (৯৫) এবং কুমিল্লার বরুড়া উপজেলার মৃত ইশুন আলী মেয়ে সাফিয়া (৯৫)।

উল্লেখ্য, এ পর্যন্ত কুমিল্লা মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৯১ জন। অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৫২৮ জন। সুস্থ হয়েছেন তিন হাজার ৯৪৩ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৬ জন।

ঢাকাটাইমস/২আগস্ট/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
‘জ্বলবে আগুন শহরজুড়ে, হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা