অ্যাপ স্টোর থেকে প্রায় ৩০ হাজার চীনা অ্যাপস সরাল অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২০, ১১:১৩
অ- অ+

চীনের অ্যাপ স্টোর থেকে প্রায় ৩০ হাজার অ্যাপস সরিয়ে দিল অ্যাপল। ২৬ হাজারেরও বেশি চীনা গেমিং অ্যাপসসহ ২৯ হাজার ৮০০টি অ্যাপস সরিয়ে দিয়েছে অ্যাপল। লাইসেন্সবিহীন গেমিং অ্যাপস ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় মার্কিন প্রযুক্তি সংস্থা।

শনিবার এ কথা জানিয়েছে, সমীক্ষা সংস্থা কুইমাই। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও কিছুই জানায়নি অ্যাপল কর্তৃপক্ষ।

জানা গেছে, এ বছরের শুরুতেই অ্যাপল বিভিন্ন গেম প্রস্তুতকারক সংস্থাদের বলেছিল জুন মাসের শেষেই তাদের সরকারি লাইসেন্সের নম্বর জমা দিতে হবে। যাতে ইউজাররা ইন–অ্যাপ কিনতে পারেন। জুন মাসের মধ্যে সরকারি লাইসেন্সের নম্বর জমা না দিলে, স্টোর থেকে ওই অ্যাপ সরিয়ে নেওয়া হবে।

চীনের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে দীর্ঘদিন ধরেই এই নিয়ম মেনে চলা হয়। কুইমাই প্রকাশিত রিপোর্টের দাবি, নিয়ম না মানায় ২৯ হাজার ৮০০টি অ্যাপস সরিয়ে দিয়েছে অ্যাপল।

চীনের ইন্টারনেট পলিসি বেশ জটিল। চীনা ইন্টারনেট নীতি অনুযায়ী, অ্যাপল স্টোরে কোনও গেম বা তার আপডেট আপলোডের আগে সে দেশের প্রশাসনের থেকে অনুমোদন নিতে হবে। নিয়মের সমস্ত ধাপ পেরিয়ে এই অনুমোদন পেতে মোটামুটি ৬ মাস থেকে এক বছর পর্যন্ত সময় লেগে যায়। ফলে সমস্যায় পড়বেন গেম ডেভেলপার সংস্থাগুলো। চীনা নিয়ম অনুযায়ী প্রতি বছর দেড় হাজারের বেশি গেমকে লাইসেন্স অনুমোদন দেয় না সে দেশের প্রশাসন। ফলে নিয়ম মেনে অ্যাপল স্টোরে ফিরে আসতে এখন দীর্ঘ অপেক্ষায় থাকতে হবে গেম ডেভেলপার সংস্থাগুলোকে।

(ঢাকাটাইমস/৩আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা