করোনা আক্রান্ত কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২০, ০৯:৪৬
অ- অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোতি। যদিও তার শরীরে করোনার গুরুতর কোনো উপসর্গ নেই। দক্ষিণ-পূর্ব ইউরোপের মুসলিম প্রধান এই দেশটির প্রধানমন্ত্রী বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। খবর রয়টার্সের।

করোনা আক্রান্তের কথা সামাজিক মাধ্যমে শেয়ার করে জানান কসোভো প্রধানমন্ত্রী। আবদুল্লাহ জানান, তিনি ১৪ দিনের সেলফ আইসোলেশন শুরু করেছেন। এই সময় বাড়িতে বসেই তিনি তার দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, 'সামান্য কাশি ছাড়া আমার করোনাভাইরাসের আর তেমন কোনো উপসর্গ নেই।'

চলতি বছরের জুনের শুরুতে তিনি কসোভোর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বলকান অঞ্চলের বাকি অঞ্চলের মতো কসোভোতেও জুন থেকে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করে।

কসোভো ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশগুলোর অন্যতম। ফলে দেশটির চিকিৎসাব্যবস্থা খুবই দুর্বল। প্রায় ১৮ লক্ষ জনসংখ্যার এই দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে ২৪৯ জন প্রাণ হারিয়েছেন। সংক্রামিত হয়েছেন প্রায় ৯ হাজার।

ঢাকা টাইমস/০৪আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা