তিন রাষ্ট্রদূতের চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২০, ১৮:৫৩
অ- অ+

যুক্তরাষ্ট্র, ইতালি ও সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার।

মঙ্গলবার এই তিন রাষ্ট্রদূতের মেয়াদ বাড়িয়ে পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের চুক্তির মেয়াদ গত ১০ জুলাই থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গত ১ আগস্ট থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আর সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম শামীম আহসানের চুক্তির মেয়াদ ১ আগস্ট বা যোগদানের তারিখ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

এই তিন রাষ্ট্রদূতের চুত্তির মেয়াদ বাড়ায় আগের চুক্তির শর্ত ঠিক রেখে নতুন করে চুক্তিপত্র করতে হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/০৪জুলাই/এনআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে শিশুসহ নিহত ৫
আনমনা বিকেল
২০ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার
নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের ৯ জন দগ্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা