বরিশালের নদীতে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২০, ২১:১৬
অ- অ+

বরিশালের হিজলায় বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ পেয়ারা ব্যবসায়ী শামীম মল্লিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাস্থল থেকে অন্তত দুই কিলোমিটার দূরে মুলাদী ব্রিজ এলাকায় নয়াভাঙ্গুলী নদীতে ঝালকাঠির এই ব্যবসায়ীর লাশটি ভেসে ওঠে। পরে স্থানীয়দের খবরে নৌ-থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশটি উদ্ধার করে।

এর আগে একই দিন সকাল আটটার দিকে ট্রলারযোগে হিজলার নয়াভাঙ্গুলী নদী পাড়ি দেওয়ার প্রাক্কালে আকস্মিক বজ্রপাতে ছিটকে পড়ে ঝালকাঠির কাঁচাবালিয়া এলাকার ইউসুফ মল্লিকের ছেলে পেয়ারা ব্যবসায়ী শামীম মল্লিক নিখোঁজ হন।

পুলিশ জানায়, ঝালকাঠির কাঁচাবালিয়া থেকে শামীম মল্লিকসহ চার ব্যবসায়ী ট্রলারে পেয়ারা নিয়ে হিজলা উপজেলার হরিণাথপুরে যাচ্ছিলেন। নয়াভাঙ্গুলী নদীর ঘোষেরহাট লঞ্চঘাট এলাকা অতিক্রমকালে বৃষ্টির মধ্যে একাধিকবার বজ্রপাত হয়। বজ্রপাতে একপর্যায়ে ব্যবসায়ীদের একজন শামীম মল্লিক নদীতে পড়ে নিখোঁজ হন এবং বাকিরা অক্ষত অবস্থায় তীরে আসতে সক্ষম হন। হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক বেল্লাল হোসেন জানান, নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানে নদীতে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত নদীর বিশাল এলাকাজুড়ে তল্লাশি চালিয়েও তাকে মৃত বা জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযানের শেষ মুহূর্তে খবর আসে ঘটনাস্থল থেকে অন্তত দুই কিলোমিটার দূরে পার্শ্ববর্তী মুলাদী উপজেলার ব্রিজ এলাকায় ব্যবসায়ীর মরদেহ ভাসছে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

(ঢাকাটাইমস/৫আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা