মুক্তাগাছায় ১০ অটোচালকের কারাদণ্ড

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২০, ২২:০০
অ- অ+

ময়মনসিংহের মুক্তাগাছায় ১০ জন সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশাচালককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে ১০ যাত্রীকে জরিমানা করা হয়েছে। সোমবার দিনব্যাপী মুক্তাগাছার শহরতলী মোড় সড়কে অভিযান চালিয়ে এসব দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সুবর্ণা সরকার।

ট্রাফিক আইন অমান্য করা, অতিরিক্ত যাত্রী নিয়ে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালানো এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় যাত্রী হওয়ায় তিনজন সিএনজিচালক ও সাতজন ব্যাটারিচালিত অটোরিকশা চালককে ১০ দিনের কারাদণ্ড এবং ১০ যাত্রীকে চালকের ডানপাশে বসার দায়ে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকার জানান, সড়ক পরিবহন আইন ২০১৮’র ভিত্তিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এর আগে গত ৮ আগস্ট শনিবার যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার (সিএনজি) সাতজন যাত্রী নিহত হওয়ার পরদিন রবিবার একই অভিযোগে পাঁচজন সিএনজি ও একজন অটোরিকশার চালক এবং কয়েক যাত্রীকে জেল জরিমানা করা হয়।

অভিযানে অংশগ্রহণকারী মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, এই অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা