বাগেরহাটে সুপারি ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০, ১৬:২৯
প্রতীকী ছবি।

বাগেরহাটের মোরেলগঞ্জে মফিজুর রহমান সরদার (৫০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে নিহতের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যার কিছু আগে মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়ঘাটা গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হত্যার সঙ্গে জড়িত দুর্বৃত্তকে গ্রেপ্তার করতে পারেনি। ব্যবসায়িক বিরোধের জেরে মফিজুর রহমান খুন হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

নিহত মফিজুর সরদার মোরেলগঞ্জ উপজেলার কদমরসুলের পাড় গ্রামের আব্দুল জব্বার সরদারের ছেলে। তিনি পেশায় সুপারি ব্যবসায়ী ছিলেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যার কিছু আগে স্থানীয় সুপারি ব্যবসায়ি নিজের দোকান থেকে বের হয়ে তিন ব্যক্তির সাথে পায়ে হেঁটে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। এর মধ্য থেকে একজন হঠাৎ তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে মফিজুরের গলায় আঘাত করে পালিয়ে যায়। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ব্যবসায়িক দ্বন্দ্বে জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :