ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফ’র মিষ্টি বিনিময়

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২০, ১৮:৩১
অ- অ+

ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মধ্যে মিষ্টি বিনিময় করেছে।

শনিবার দুপুর ১টায় সীমান্তের চেকপোস্ট গেটের শুণ্যরেখায় এ মিষ্টি বিনিময়ের মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়।

এসময় ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার বালেরাও ও বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার ইলিয়াস মিয়া একে অপরকে মিষ্টি উপহার দিয়ে কুশল বিনিময় করেন। এসময় দুই বাহিনীর অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

কমান্ডার ইলিয়াস মিয়া জানান, ‘ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের মিষ্টি উপহার দিয়েছে বিএসএফ। আমরাও তাদের মিষ্টি উপহার দিয়ে তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সীমান্তে সমপ্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে বিজিবি এবং বিএসএফ নিজ নিজ দায়িত্ব পালন করতে পারে যেন এ জন্য আমরা বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে একে অপরকে মিষ্টিসহ অন্যান্য সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। বেশ কিছুদিন ধরেই হিলি সীমান্তে দু’বাহিনীর মধ্যে এ ধরনের রেওয়াজ চলে আসছে।’

(ঢাকাটাইমস/১৫আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা