জামাইবাড়ি যাওয়ার সময় সড়কে লাশ হলেন বৃদ্ধা

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০২০, ২১:৪৯

জামাইবাড়ি যাওয়ার সময় সড়কে লাশ হলেন লাল সিঙ্গি বেগম (৫৫) নামে এক শাশুড়ি। ভ্যানের চাকার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মারা যান তিনি। বুধবার বিকালে শেরপুরের ঝিনাইগাতীর সীমান্ত সড়কের দুধনই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাল সিঙ্গি বেগম পাশের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউপির খারামোরা গ্রামের তৈয়ব আলীর স্ত্রী ছিলেন।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, লাল সিঙ্গি বেগম বিকালে নিজ বাড়ি থেকে জামাইবাড়ি যাওয়ার জন্যে ভ্যান গাড়িতে উঠেন। ভ্যান গাড়িটি সীমান্ত সড়কের দুধনই এলাকায় পৌঁছলে হঠাৎ শরীরে থাকা ওড়নার একটি অংশ ভ্যানের চাকার সাথে পেঁচিয়ে যায়। এতে ওড়নার আরেক পাশের অংশ গলায় ফাঁস লাগে। এ সময় তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে ভ্যানচালক ও স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় লাল সিঙ্গির।

নিহতের ছেলে সাইফুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :