খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী নিহত

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২০, ২০:৫১
অ- অ+

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুলেখা আক্তার (২০) দীঘিনালার ছোট মেরং ৪ নম্বর এলাকার মৃত. আ. মালেকের মেয়ে।

সারাদিন খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন স্থানে ঘুরাঘুড়ি করে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম যাওয়ার পথে মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে। তার সঙ্গে থাকা প্রেমিক জসিম উদ্দিন সবুজ দীঘিনালার মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি পেশায় জুতা ব্যবসায়ী।

সবুজ জানান, তার সঙ্গে জুলেখার বন্ধুত্বের সম্পর্ক ছিল। সারাদিন খাগড়াছড়ি জেলা সদর ঘুরে বিকালে চট্টগ্রামে তাকে পৌঁছে দেয়ার উদ্দেশ্য ছিল। চট্টগ্রামে যাওয়ার পথে গচ্ছাবিল এলাকায় পেছন থেকে ড্রামট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে জুলেখা আক্তার নিহত হয়েছেন এবং মোটরসাইকেল চালক জসিম উদ্দিন থানা হেফাজতে রয়েছেন। ড্রামট্রাক ও মোটরসাইকেল আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ৩
বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্দশার হালচাল
বিয়ের ৮ দিনের মাথায় স্ত্রীর হাতে স্বামী খুন
গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন: মঈন খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা